Nation & World

সিলিকন ভ্যালি ব্যাঙ্কের UK শাখাকে মাত্র ১ পাউন্ডে কিনে নিল

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 13 Mar 2023, 04:06 PM IST Soumick Majumdar

শেয়ার করুন

1/6কোটি কোটি টাকার কারবার। তার হাতবদল হল মাত্র ৯৯ টাকায়! মাত্র ১ পাউন্ডের  বিনিময়ে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ব্রিটেনের ব্যবসার অধিগ্রহণ করে নিল HSBC।  সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা করেছেন HSBC-র CEO নোয়েল কুইন।  সাম্প্রতিক অতীতের অন্যতম বড় আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিলিকন ভ্যালি  ব্যাঙ্ক(SVB)। এই অধিগ্রহণের পর HSBC-র CEO জানিয়েছেন, ব্রিটেনে ব্যবসা বৃদ্ধির  কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)2/6এর আগে রবিবারই SVB নিয়ে মার্কিন নিয়ন্ত্রকরা একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা  হয়েছে, আমানতকারীদের টাকা যাতে মার না যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার  থেকে টাকা এনে, অথবা আমানত বিমার টাকা দিয়ে সবার প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)3/6ব্রিটেনে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, এই পরিস্থিতিতে সরকার আলাদা করে  কোনও ঘোষণা করেনি। ফাইল ছবি: রয়টার্স (Reuters)4/6 HSBC-র মতে, সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ইউকে লিমিটেডের গত ১০ মার্চ পর্যন্ত প্রায়  ৫.৫ বিলিয়ন পাউন্ডের ঋণ রয়েছে। মোট আমানত প্রায় ৬.৭ বিলিয়ন পাউন্ডের।  HSBC-র হিসাব অনুযায়ী, SVB UK-এর মোট বিক্রয়যোগ্য ইকুইটি ১.৪ বিলিয়ন  পাউন্ডের কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: এপি (Reuters)5/6 ব্যাপার যা-ই হোক, এতে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আমানতকারী ও  তহবিল গ্রহণকারীরা। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক মূলত প্রযুক্তি স্টার্টআপগুলিতে বিনিয়োগ  করে। ফলে তারা হারিয়ে গেলে নতুন প্রযুক্তি সংস্থাগুলিরও সমস্যা হত। ফাইল ছবি: এপি (Reuters)6/6এটা ভেবে সন্তুষ্ট যে আমরা এত কম সময়েই একটি সিদ্ধান্তে আসতে পেরেছি। HSBC  ইউরোপের বৃহত্তম ব্যাঙ্ক। এই অধিগ্রহণের ফলে SVB UK-এর গ্রাহকরা ভরসা পাবেন।  এমনটাই বলেন ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। ফাইল ছবি: টুইটার (Reuters)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।