মধ্যপ্রদেশের সিংরৌলিতে একটি হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বীরেন্দ্র গুরজর নামে এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘিরে ভয়াবহ কাণ্ড উঠে আসে। জানা যায়, সেই ব্যক্তির পাঁচটি বিয়ে রয়েছে বলে জানা যায়। অভিযোগ, তাঁর পঞ্চম স্ত্রী তাঁকে খুন করে দেন।
পুলিশের রিপোর্টে বলা হচ্ছে, কাঞ্চন গুরজর নামে এক মহিলার বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। জানা গিয়েছে, বীরেন্দ্র গুরজরের পঞ্চম স্ত্রী কাঞ্চম গুরজরের বিরুদ্ধে বীরন্দ্রকে খুন করার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, মৃতের দেহ ২১ ফেব্রুয়ারি পাওয়া গিয়েছে। অভিযোগ, বীরেন্দ্র গুরজর নামে ওই ব্যক্তির গলা কেটে, তাঁর গোপন অঙ্গ কেটে তাঁকে খুন করেছে তাঁর পঞ্চম স্ত্রী। বীরেন্দ্রর দেহে গলা ও গুপ্তাঙ্গে বেশ কিছু চোটের চিহ্ন মিলেছে। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডে বীরেন্দ্রর পঞ্চম স্ত্রী নিজেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তারপর থেকেই পুলিশ এই ঘটনার তদন্তে নামে। পুলিশ এরপর মৃত ব্যক্তির ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলতে থাকে। চলে জেরা ও জিজ্ঞাসাবাদ। তখনই বিভিন্ন ঘটনাক্রমে সন্দেহের কবলে আসেন মৃত ব্যক্তির পঞ্চম স্ত্রী।
এরপরই কাঞ্চন গুরজরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় বেরিয়ে আসে গোটা ঘটনা, বলে জানিয়েছে পুলিশ। কাঞ্চন জানান, তিনি স্বামীকে নেশায় আসক্ত করেন। ২০ টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন খাবারে। এরপরই তিনি নিজে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গলা ও গুপ্তাঙ্গ কেটে দেন, বলে জানিয়েছেন পুলিশি জেরায়। অপরাধ গোপন করতে স্বামীর দেহ কাপড়ে মুড়ে রাস্তার ধারে তিনি ফেলে দেন বলে জানান কাঞ্চন। স্বামীর পোশাক ও চটি পুড়িয়ে দিয়ে তিনি প্রমাণ লোপাট করার উদ্যোগ নেন বলেও পুলিশ জানিয়েছে। আপাতত গ্রেফতার কাঞ্চন।
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।