Nation & World

৪ চিনা নাগরিককে ৫ বছরের কারাবাসের সাজা! কোন অভিযোগে এমন

প্রতারণা, জালিয়াতি, পাসপোর্টের নিয়ম লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের জেরে ৪ চিনা নাগরিককে ৫ বছরের কারাবাসের সাজা দিল উত্তরাখণ্ডের চম্পাওয়াতের জেলা আদালত। এই ঘটনায় ৪ জন চিনা  একজন তিব্বতীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ২০১৯ সালে তারা অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পার করে ভারতে প্রবেশ করে। তখনই তাদের অভিবাসন সম্পর্কীয় অফিসাররা গ্রেফতার করে।

যেদিন ওই চিনা নাগরিক ও তিব্বতীয়কে গ্রেফতার করা হয়েছিল সেটি ছিল ২০১৯ সালের ২৭ জুন। উল্লেখ্য, ঠিক তার পরের বছর ২০২০ সালে ভারত ও চিনের সম্পর্ক লাদাখে চিনা আগ্রাসন ঘিরে তলানির দিকে ঠেকে। এদিকে, ওই ৪ চিনা নারিক ততদিনে ভারতের আওতায় থাকে। আইনত চলতে থাকে তাদের শুনানি। জানা গিয়েছে, তারা নেপালের পথে যাচ্ছিল। দিল্লি থেকে কাঠমান্ডুর দিকে যাওয়া একটি নেপালি বাসে তারা ছিল। সেই সময়ই বনবাসার কাছে ওই ভিন দেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। তাদের দেখেই সন্দেহ জাগে অভিবাসন অফিসারদের অনেকের। তখনই ওই চিনা নাগরিক ও তিব্বতীয়র নথি পত্র দেখতে চান ভারতের অভিবাসন অফিসাররা। দেখা যায়, নথিতে রয়েছে গড়মিল। ভারতে থাকার বৈধ ভিসা তাদের ছিল না। সঙ্গে বৈধ নথিও ছিলনা। তখনই সন্দেহ তীব্র হয়। এমনকি দেখা যায়, তাদের ভোটার আইডিও ভুয়ো। তারা জানায়, তারা দিল্লির বাসিন্দা। তাদের ভোটার আইডিতে প্রাথমিকভাবে দিল্লির বিভিন্ন জায়গার ঠিকানা লেখা থাকে। এরপরই জেরার মুখে সন্দেহ তারি হতেই তাদের গ্রেফতার করা হয়। ( উত্তরপূর্বে প্রবেশ করা যেকোনও দলকেই মোদীকেই সমর্থন করতে হবে! বার্তা হিমন্তর)

এরপর ভারতের অভিবাসন অফিসাররা তাদের আটক করে। ৫ জনকে নেওয়া হয় হেফাজতে। ধৃতরা হলেন, জিনচং লিয়াও, হাইপিং নি, শুনজেন ওয়েং এবং গুয়াংকান ওয়াং। এরা সকলেই চিনের বিভিন্ন শহরের বাসিন্দা। গ্রেফতার হয় খেন্তৎসে সেঙ্গিয়ে। যে তিব্বতের বাসিন্দা বলে জানা যায়। এরপর জেরার মুখে তারা জানায়, ২০১৮ সালে ভারতে এসেছিল কিন্তু মুম্বাইতে সোনা পাচারের জন্য ধরা পড়েছিল। তিব্বতী খেন্তৎসের সঙ্গে তারা নেপালের পথে নিজের দেশ চিনে ফেরত যেতে চেয়েছে বলেও জানায় ৪ চিনা নাগরিক।

————– সমাপ্ত ————– 

 

 

 

 

 

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।