Nation & World

Bajaj: ২৫২ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন বাজাজের চেয়ারম্যান! দেখুন ছবি

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 16 Mar 2023, 06:34 PM IST Soumick Majumdar

শেয়ার করুন

চুক্তির জন্য দেওয়া স্ট্যাম্প ডিউটিই অনেকের সারাজীবনের স্বপ্ন। কত? প্রায় ১৫.১৫ কোটি টাকা। প্রোজেক্টের নাম ‘লোধা মালাবার প্যালেসেস বাই দ্য সি’। মোট ৩১ তলার এই অ্যাপার্টমেন্ট।

1/5সাধারণ মানুষের বাড়ি হয় ২০-২৫ লাখ টাকার। কিন্তু বাড়ির ক্রেতা যদি বিশ্বের  অন্যতম বড় সংস্থার মালিক হন?  ফাইল ছবি: বাজাজ (PTI)2/5মুম্বইয়ের অভিজাত এলাকা মালাবার হিল। সেখানে ২৫২.২ কোটি টাকায় ট্রিপলেক্স  ফ্ল্যাট কিনলেন বাজাজ অটোর চেয়ারম্যান নীরজ বাজাজ। ফ্ল্যাটের কাঁচের জানলা  দিয়ে দেখা যাবে বিস্তৃত নীল সমুদ্র। ইনডেক্সট্যাপ ডটকম সূত্রে মিলেছে এই খবর।  গত ১৩ মার্চ এই অ্যাপার্টমেন্টের বিক্রির চুক্তিপত্র রেজিস্টার্ড হয়। ফাইল ছবি: টুইটার (PTI)3/5   তিনটি অ্যাপার্টমেন্ট মোট ১৮,০০৮ স্কোয়ারফুট (কার্পেট এরিয়া ১২,৬২৪  স্কোয়ারফুট)। এত বড় ফ্ল্যাট যিনি নেবেন, তাঁর নিশ্চই ‘গরিব’ মানুষের মতো  একটি-দু’টি গাড়ি থাকবে না। তাই এই ফ্ল্যাটের সঙ্গে মোট আটটি গাড়ি পার্কিংয়ের  স্লট পাবে বাজাজ পরিবার।  ফাইল ছবি: টুইটার (PTI)4/5চুক্তির জন্য দেওয়া স্ট্যাম্প ডিউটিই অনেকের সারাজীবনের স্বপ্ন। কত? প্রায় ১৫.১৫  কোটি টাকা। প্রোজেক্টের নাম ‘লোধা মালাবার প্যালেসেস বাই দ্য সি’। মোট ৩১ তলার  এই অ্যাপার্টমেন্ট। ফাইল ছবি: পিটিআই (PTI)5/5এই অভিজাত বহুতলে সবচেয়ে ছোট ফ্ল্যাটটাই ৯,০০০ স্কোয়ার ফিটের। দাম শুরু  হচ্ছে ১০০ কোটি টাকা থেকে। ফ্ল্যাটের বারান্দা, জানলা দিয়ে সমুদ্র দেখা যাবে। প্রতীকী ছবি: পিটিআই (PTI)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।