Nation & World

BJP-র আয়োজনে হনুমান মূর্তির সামনে মহিলাদের বডি-বিল্ডিং পোজ,গঙ্গাজল ছেটাল কংগ্রেস

মধ্যপ্রদেশের রাতলামে এক বডি বিল্ডিং প্রতিযোগিতা ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। বিজেপির আয়োজিত এই প্রতিযোগিতায় মঞ্চে রাখা ছিল হনুমানজির একটি মূর্তি। এই আবহে সেখানে মহিলা বডি বিল্ডাররা পোজ দেওয়ায় তা নিয়ে বিতর্ক শুরু করেছে কংগ্রেস। সোমবার সেই অনুষ্ঠানস্থলে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিয়ে আসে কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, ১৩তম মিস্টার জুনিয়র বডি বিল্ডিংয়ের আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের রাতলামে। গত ৪ ও ৫ মার্চ এই প্রতিযোগিতাটি চলে। সেই প্রতিযোগিতায় মহিলা বডি বিল্ডাররাও অংশ গ্রহণ করেছিলেন। এবং মঞ্চে পোজ দিয়েছিলেন। তা নিয়েই ‘আপত্তি’ কংগ্রেসের। (⦾ এবার কলকাতাতেও খুলতে চলেছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’, বড় ঘোষণা মমতার)

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, হনুমানজি ছিলেন বালব্রহ্মচারী। এদিকে খেলাধুলোর সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল গভীর। তাই ভারতের কুস্তিগীর, বক্সার, বডি বিল্ডাররা হনুমানজিকে তাঁদে আরধ্য দেবতা মনে করেন। এই আবহেই প্রতিযোগিতার মঞ্চে রাখা ছিল হনুমানজির প্রতিমা। তবে ‘ব্রহ্মচারী’ হনুমানজির সামনে স্বল্পবস্ত্রে মহিলা প্রতিযোগীরা পোজ দেওয়ায় তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে কংগ্রেস। এই আবহে প্রতিযোগিতা শেষ হওয়ার পরদিন, অর্থাৎ, ৬ মার্চ সোমবার সেই অনুষ্ঠানস্থলে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে দেয় কংগ্রেস কর্মীরা। সঙ্গে সেখানে হনুমান চালিসাও পাঠ করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের তরফে বলা হয়, তারা সেই স্থানকে ‘শুদ্ধ’ করেছেন।

প্রতিযোগিতার আমন্ত্রপত্র অনুযায়ী, এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক চৈতন্য কাশ্যপ। প্রতিযোগিতায় বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন বিজেপির মেয়র প্রহ্লাদ প্যাটেল। এই প্রতিযোগিতার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে মহিলা প্রতিযোগীরা মঞ্চে বডি বিল্ডিং পোজ দিচ্ছেন। মঞ্চে প্রবেশ করার সময় তারা হনুমানজির মূর্তির সামনে দিয়েই আসছেন। এই আবহে রাতলামের প্রাক্তন মেয়র তথা কংগ্রেস নেতা পরস সকলেচা বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধাচরণের অভিযোগ তোলেন। এদিকে জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি মায়াঙ্ক জাট বলেছেন, ভগবান হনুমান ‘দোষীদের’ শাস্তি দেবেন। এদিকে এই বিতর্কে কংগ্রেসকে পালটা তোপ দেগে বিজেপি মুখপাত্র হিতেশ বাজপেয়ী অভিযোগ করেন, কংগ্রেস চায় না যে মহিলারা খেলাধুলোয় এগিয়ে যাক। তাই এই বিতর্ক সৃষ্টি করা হয়েছে।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।