এক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 17 Mar 2023, 06:02 PM IST Soumick Majumdar
শেয়ার করুন
ফিক্সড ডিপোজিটের বিভিন্ন মেয়াদে সুদের হার ৩% থেকে ৬.২৫% পর্যন্ত করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫% থেকে ৬.৭৫% পর্যন্ত। তবে এর চেয়ে বেশি সুদেরও অপশন রয়েছে। কীভাবে?
1/6Fixed Deposit Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে FD আমানতের সুদের হার বাড়াচ্ছে ছোট-বড় সব ব্যাঙ্কই। এবার সেই তালিকায় সামিল হল ব্যাঙ্ক অফ বরোদা। ফাইল ছবি: পিটিআই (PTI)2/6ব্যাঙ্ক অফ বরোদায় বিভিন্ন মেয়াদে সুদের হার ৩% থেকে ৬.২৫% পর্যন্ত করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫% থেকে ৬.৭৫% পর্যন্ত। তবে এর চেয়ে বেশি সুদেরও অপশন রয়েছে। কীভাবে? প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (PTI)3/6 তিরাঙ্গা প্লাস ডিপোজিট প্ল্যান: ৩৯৯ দিনের বিশেষ মেয়াদে সাধারণ আমানতকারীরা সর্বোচ্চ ৭.০৫% পর্যন্ত সুদ পাবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সেটি ৭.৫৫%। কবে থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হবে? টেবিল: ব্যাঙ্ক অফ বরোদা (PTI)4/6ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৭ মার্চ ২০২৩ থেকেই এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। ফাইল ছবি: ব্যাঙ্ক অফ বরোদা (PTI)5/6ব্যাঙ্ক অফ বরোদায় ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ৫ বছরের জন্য আমানত করলে, সাধারণ জনগণ ৬.৫০% হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা ৭.১৫% সুদের হার পাবেন। ছবি সৌজন্যে: রয়টার্স (PTI)6/6 ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত ম্যাচিওরিটির ট্যাক্স সেভিং ডিপোজিটের উপর, সাধারণ নাগরিকরা ৬.৫০% হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা ৭.৫% হারে সুদ পাবেন। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।