Nation & World

Man Rapes Calf: কুকুরের পর এবার বাছুরকে ‘ধর্ষণ,’ দেখে ফেললেন

মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ ঘটনা। আড়াই বছর বয়সী একটি বাছুরকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। কার্যত ওই ব্যক্তির লালসার হাত থেকে রেহাই পায়নি বাছুরও। শনিবার রাতে একটি বাড়ির পেছনে সে ওই কাণ্ড ঘটায় বলে অভিযোগ। এদিকে বাছুরের মালিক চলে আসতেই ওই ব্যক্তি পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার বিবেক লাল জানিয়েছেন,  ভারতীয় দন্ডবিধির ৩৭৭, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

এদিকে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই  শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে। তবে ওই ভয়াবহ ঘটনাকে ঘিরে উদ্বেগও ছড়িয়েছে। এর আগেও এভাবে পশুদের উপর নির্যাতন করার অভিযোগ উঠেছিল। পুলিশ গ্রেফতারও করেছিল। কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন হয়নি। এবার একেবারে বাছুরকে ধর্ষণের অভিযোগ। 

এদিকে এর আগেও উত্তরপ্রদেশে দুমাস বয়সী একটি বাছুরকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেছিলেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে এক পশু চিকিৎসক ওই বাছুরের চিকিৎসার ব্যবস্থা করে। ফের সেই একই ধরনের ঘটনা মধ্য়প্রদেশে। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।

এদিকে সম্প্রতি দিল্লিতে এক পথকুকুরকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। পশ্চিম দিল্লির হরিনগর এলাকায় একটি পথ কুকুরকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়। এরপরই ওই ব্য়ক্তিকে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার বাসিন্দা। সে বিবাহিত। তার সন্তানও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, সে যখন ওই কুকর্ম করছে তখন ভিডিয়ো করে ফেলেন এক ব্যক্তি। এরপর সেটা ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় ওই ভিডিয়ো। তারপরই এনিয়ে অভিযোগ দায়ের করা হয়। নড়েচড়ে বসে পুলিশ। বিভিন্ন জায়গায় ওই যুবকের খোঁজ করে। শেষ পর্যন্ত তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছিল। এদিকে এবারই কি প্রথম ওই যুবক ওই ঘটনা ঘটাল? নাকি এর আগেও সে এই কাজ করেছে? তা নিয়েও প্রশ্ন ওঠে। 

সূত্রের খবর এক পশুপ্রেমী গোটা ঘটনা জানিয়ে টুইট করেছিলেন। তিনি জানিয়েছিলেন হরিনগর পুলিশ স্টেশন এই এফআইআর করতে চায়নি।এরপরই ঝড় ওঠে টুইটারে। একাধিক নেট নাগরিক দাবি করেছিলেন অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্য়বস্থা নিতে হবে।দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য পাঙ্খুরি পাঠক জানান, এভাবে অভিযোগ না নেওয়াটা ঠিক হচ্ছে না। তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। অভিযোগ না নিয়ে দিল্লি পুলিশ ওই রাক্ষসটাকে, একজন ধর্ষককে আড়াল করার চেষ্টা করছে। পুলিশকে অভিযোগ নিতে কে বারণ করছে? পরে অবশ্য় গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।