Nation & World

Maruti Suzuki: চিপ মিলছে না, মারুতির গাড়ি ডেলিভারিতে আর কতদিন

মারুতি সুজুকির সেমিকন্ডাক্টর চিপের সংকট। আর আগামী বেশ কিছুদিন ধরে এই সমস্যা চলতে পারে বলে জানিয়ছে মারুতি সুজুকি। এর জেরে একাধিক মডেলের গাড়ি বাজারে আনার ক্ষেত্রে কিছু সমস্যা থেকেই যাচ্ছে। এর জেরে মারুতির ৩.৬৯ লাখ গাড়ির বুকিং বকেয়া থেকে গিয়েছে। তার মধ্যে Ertiga গাড়ির ক্ষেত্রে সেই সংখ্য়া দাঁড়িয়েছে প্রায় ৯৪,০০০।

মারুতির Grand Vitara, Brezza’র অর্ডার প্রায় যথাক্রমে ৩৭,০০০ ও ৬১,৫০০ ব্য়াকলগ থেকে গিয়েছে। Jimny, Fronx এর ক্ষেত্রে ২২,০০০ ও ১২,০০০ বুকিং মিলেছে। 

এদিকে এই চিপের সংকটের জেরে গত অক্টোবর -ডিসেম্বর মাসে উৎপাদনের ক্ষেত্রে অন্তত ৪৬,০০০ ইউনিট গাড়ির উৎপাদনে ঘাটতি হয়েছে। পাশাপাশি আগামীদিনের উৎপাদনেও বড় প্রভাব পড়তে পারে। মারুতি সুজুকির ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মার্কেটিং অ্য়ান্ড সেলস শশাঙ্ক শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সেমিকন্ডাক্টরের সংকটটা এখনও চলছে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ সেগুলি বিশেষ পাওয়া যাচ্ছে না। 

সার্বিকভাবে যাত্রী পরিবহণের জন্য় নিয়োজিত গাড়িগুলি সম্পর্কে তিনি জানিয়েছেন,  এই আর্থিক বছরে অন্তত ৩৫.৫ লাখ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে ৩৮.৮ লাখ গাড়ি বিক্রি হবে এই আর্থিক বছরের শেষে। এই সংখ্যা এযাবৎকালের মধ্য়ে সবথেকে বেশি।

তিনি জানিয়েছেন, পরবর্তী বছরে আমাদের লক্ষ্য় হল প্রায় ৪০। এর সঙ্গেই রেপো রেট বৃদ্ধি প্রসঙ্গেও উল্লেখ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, একাধিক ব্যাঙ্ক তাদের লোনের রেট বাড়িয়ে দিয়েছে।  এই রেট ক্রমেই বাড়ছে। আর এর জেরে সার্বিকভাবে চাহিদার উপর বড় প্রভাব পড়ছে। 

তবে কবে এই সেমি কন্ডাক্টরের যোগান ঠিকঠাক হবে তার কোনও দিশা দিতে পারেননি মারুতির পদস্থ কর্তা। সেক্ষেত্রে গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্য়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর জেরে ক্রমেই ব্যাকলগ বাড়তে পারে। এর জেরে গাড়ি ডেলিভারির ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে খবর।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।