এক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 17 Mar 2023, 09:12 PM IST Soumick Majumdar
শেয়ার করুন
কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ -এই সাতটি রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে। টেক্সটাইল মন্ত্রকের মতে, এর ফলে প্রচুর পরিমাণে বিনিয়োগ আসবে এই রাজ্যে।
1/5সাত রাজ্যে গড়ে উঠবে PM MITRA। ভাবছেন সেটা কী? আসলে, শুক্রবার এক নয়া ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। এই প্রকল্পে মোট, ৪,৪৪৫ কোটি টাকা ব্যয় করা হবে। ফাইল ছবি: পিটিআই (PM MITRA)2/5কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ -এই সাতটি রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে। টেক্সটাইল মন্ত্রকের মতে, এর ফলে প্রচুর পরিমাণে বিনিয়োগ আসবে এই রাজ্যে। ফাইল ছবি: পিএম মিত্র (PM MITRA)3/5টেক্সটাইল মন্ত্রক জানিয়েছে, এর মাধ্যমে প্রায় ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। প্রায় ২০ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাড়বে রফতানিও। ফাইল ছবি: পিএম মিত্র (PM MITRA)4/5এই প্রকল্পের অংশীদার হতে মোট ১৩ রাজ্য থেকে ১৮টি প্রস্তাব জমা পড়েছিল। সেগুলির মূল্যায়নের পর মোট সাতটি বেছে নেওয়া করা হয়েছে। এমনটাই জানিয়েছে টেক্সটাইল মন্ত্রক। ফাইল ছবি: পিএম মিত্র (PM MITRA)5/5কেন্দ্র সরকার বর্তমানে টেক্সটাইলের মতো শ্রম-নিবিড় শিল্পক্ষেত্রে রফতানি বাড়ানোর জন্য বিভিন্ন সুবিধা প্রদান করছে। PM Mitra-র মিত্র-র পুরো শব্দ হল, ‘মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল।’ ফাইল ছবি: পিটিআই (PM MITRA)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।