Nation & World

Tripura Cabinet: ত্রিপুরার মন্ত্রিসভার কোন দফতরে কে? নতুন মুখ কারা?

প্রিয়াঙ্কা দেববর্মন

 ত্রিপুরা বিধানসভায় ফের ক্ষমতায় ফিরেছে গেরুয়া শিবির। বিধানসভায় শপথগ্রহণের দুদিন হয়ে গিয়েছে। এবার রাজ্যের ৯জন মন্ত্রীর দফতর নির্দিষ্ট করা হল। মানিক সাহার নেতৃত্বে এই মন্ত্রিসভা তৈরি হচ্ছে। 

গত ৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ডাঃ মানিক সাহাকে দ্বিতীয়বারের জন্য় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিনই শপথগ্রহণ করেছিলেন মুখ্য়মন্ত্রী। 

শুক্রবার মুখ্য়সচিব একটি নোটিফিকেশনে জানিয়েছিলেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ পূর্ত সহ একাধিক দফতর থাকছে ডাঃ মানিক সাহার আওতায়। 

এবার দেখা যাক অন্য় কারা কোন দফতরের দায়িত্ব পেলেন…

রতন লাল নাথ শক্তি, কৃষি ও কৃষক কল্যাণ, ও নির্বাচন দফতরের দায়িত্ব পানছেন। প্রাণজিৎ সিংহ রায় অর্থনীতি, পরিকল্পনা ও সমণ্বয় ও তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব পেয়েছেন।

সুশান্ত চৌধুরী পেয়েছেন খাদ্য, সিভিল সাপ্লাই, কনজিউমার অ্যাফেয়ার্স, পরিবহণ, পর্যটন দফতর।

একমাত্র মহিলা মন্ত্রী এবার মানিক মন্ত্রিসভায় থাকছেন স্বান্তনা চাকমা। তিনি শিল্প ও বাণিজ্য, জেল, ও ওবিসি কল্যাণের দফতর পাচ্ছেন। 

সুধাংশু দাস ওয়েলফেয়ার অফ সিডিউলড কাস্ট, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ও মৎস্য দফতরের দায়িত্ব পাচ্ছেন। 

টিঙ্কু রায় পাচ্ছেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্য়াল এডুকেশন ও শ্রম দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি। 

ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হ্যান্ডলুম , হ্যান্ডিক্রাফট, সেরিকালচার ও স্ট্যাটিসটিকস দফতরের দায়িত্ব পাচ্ছেন বিকাশ দেববর্মা।

শুক্লা চরণ নেওটিয়া পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ কো-অপারেশন, আদিবাসী কল্যাণ( টিআরপি ও পিটিজি), ও সংখ্য়ালঘু উন্নয়ন দফতর। 

এদিকে যে সমস্ত দফতরের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি সেই দফতরের দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দেখবেন। 

এদিকে এবার টিঙ্কু রায়,  বিকাশ দেববর্মা ও শুক্লা চরণ নেওটিয়া মন্ত্রিসভায় নতুন মুখ। তবে অন্য়ান্যরা বিজেপির হলেও শুক্লা চরণ নেওটিয়া বিজেপির সহযোগী দল আইপিএফটি থেকে এসেছেন। তবে এবারও প্রধান একাধিক দফতর মুখ্য়মন্ত্রীর হাতেই থাকছে। 

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।