‘আমদাবাদেও এমন পিচ করা হলে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে,’ ICC-কে

চলতি বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ হেরেছে ভারত। অজি স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়ার ব্যাটাররা। ইন্দোরে ম্যাচের প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করে। ম্যাচের পর শুরু হয় পিচ নিয়ে বিতর্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা পিচ নিয়ে মন্তব্য করতে থাকেন। আইসিসি ইন্দোরের পিচকে খারাপ ঘোষণা করেছে। আইসিসির এমন সিদ্ধান্তের পর একমাত্র ভারতীয় হিসাবে গর্জে উঠেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি মন্তব্য করেন, ‘এটা আইসিসির বড্ড বাড়াবাড়ি।’

গত বছর অস্ট্রেলিয়ার গাব্বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলে আজি বাহিনী। সেই ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যায়। পিচে প্রচুর পরিমাণে ঘাস থাকায় বিতর্ক শুরু হয়। সেই পিচকে খারাপ বলে আখ্যা দেয়নি আইসিসি। এই উদাহরণ টেনে নিয়ে গাভাসকর বলেন, ‘আমি একটা জিনিস জানতে চাই গত বছর নভেম্বরে গাব্বায় মাত্র দুই দিনে শেষ হওয়া ম্যাচটিতে কত ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল? ওই ম্যাচের ম্যাচ রেফারি কে ছিলেন? ইন্দরের পিচকে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া একটু বেশি বাড়াবাড়ি বলে মনে করছি।’

তবে গাভাসকর মেনেও নিয়েছেন যে ইন্দোরের পিচ ব্যাটিং ও বোলিংয়ে উভয়ের জন্যই ভালো নয়। তিনি বলেন, ‘এমন পিচ বানানো উচিত যেখানে ব্যাটাররা সোজা ব্যাটে খেলতে পারবে এবং স্কোরবোর্ডে রান হবে। বোলাররা নতুন বলের সাহায্য পাবে। তৃতীয় এবং চতুর্থ দিনে একটু বল ঘুরবে।’

আমদাবাদে চতুর্থ এবং শেষ টেস্ট ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে গাভাসকর মনে করেন, সেখানে যদি আরও একটি স্পিনিং উইকেট তৈরি হয় তাহলে ভারত সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘শেষ টেস্টে কী হতে চলেছে তা আমরা বুঝতে পারছি না। যদি আরও একটি স্পিনিং ট্র্যাক তৈরি হয়, তাহলে ভারত জেতার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে। তবে ডিমেরিট পয়েন্ট পেতে আমদাবাদের পিচ।’

আগামী বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট ম্যাচ। এখনও পর্যন্ত সিরিজে এগিয়ে রয়েছে ভারত। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচ জিততেই হবে রোহিতদের। অন্য দিকে এই সিরিজে পিছিয়ে থাকলেও ইন্দোর ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন তাদের সামনে একটাই টার্গেট আমদাবাদ টেস্ট জিতে সিরিজ ড্র করা।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।