Sports

একই ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি যশস্বীর,ইরানির ইতিহাসে এই রেকর্ড

ইরানি ট্রফির ৬৩ বছরের ইতিহাসে আর কোনও ক্রিকেটার যা কখনও করে দেখাতে পারেননি, ঠিক সেই কৃতিত্বই অর্জন করলেন যশস্বী জসওয়াল। ইরানি ট্রফির ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ডাবল সেঞ্চুরি ও অন্য ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি।

মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি ইরানি কাপের প্রথম ইনিংসে ৩০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫৯ বলে ২১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। ১৫৭ বলের আগ্রাসী ইনিংসে যশওয়াল ১৬টি চার ও ৩টি ছক্কা মারেন।

যশস্বীর নজির:-
১. সার্বিকভাবে ক্রিকেটের ইতিহাসের ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে একই ফার্স্ট ক্লাস ম্যাচের এক ইনিংসে সেঞ্চুরি ও অপর ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন যশস্বী।

২. ইরানির এক মরশুমে (একটি ম্যাচে) সব থেকে বেশি রান করার সর্বকালীন রেকর্ড গড়েন যশস্বী। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৩৫৭ রান সংগ্রহ করেন যশস্বী। আগে এই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের নামে। তিনি ২০১১ সালের ইরানি কাপে দুই ইনিংস মিলিয়ে ৩৩২ রান সংগ্রহ করেন।

৩. শিখর ধাওয়ানের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইরানির এক ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকান যশস্বী জসওয়াল।

⦾- IPL 2023: চেন্নাইয়ের নেটে ধোনির তাণ্ডব, ছক্কার পর ছক্কা হাঁকিয়ে দিলেন ঝড়ের পূর্বাভাস- ভিডিয়ো

যশস্বী এই নিয়ে মোট ১৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন। ইতিমধ্যেই ৯টি সেঞ্চুরি করলেন তিনি, যার মধ্যে তিনবার তিনি ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকেছেন। এছাড়া ২টি হাফ-সেঞ্চুরিও রয়েছে জসওয়ালের ঝুলিতে। এই নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচের উভয় ইনিংসে তিন অঙ্কের গণ্ডি টপকান যশস্বী। এর আগে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ১০০ ও দ্বিতীয় ইনিংসে ১৮১ রান করেন তিনি।

⦾- Premier League: খেলা শুরুর বাঁশি বাজা মাত্রই গোল, প্রিমিয়র লিগে দুরন্ত নজির ফিলিপের- ভিডিয়ো

যশস্বী রঞ্জিতে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি দলীপ ট্রফিতে ২টি সেঞ্চুরি করেছেন। দু’বারই তিনি ২০০ রানের গণ্ডি টপকান। এবার ইরানিতে ১টি দ্বিশতরান-সহ জোড়া সেঞ্চুরি করেন জসওয়াল। এছাড়া ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ সফরে ১টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেন তিনি।

যশস্বী এখনও পর্যন্ত ১৫টি ফার্স্ট ক্লাস ম্যাচের ২৬টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ১৮৪৫ রান সংগ্রহ করেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ২৬৫ রানের, যা তিনি পশ্চিমাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির ম্যাচে উপহার দেন।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।