শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বেশ কয়েকবার ভারতীয় সিনিয়র দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষত টি-২০ ফর্ম্যাটে। এবার রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় ওয়ানডে দলকে আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিতে চলেছেন তিনি। ওয়াংখেড়েতে প্রথম ওয়ানডেতে পারিবারিক কারণে দলের সঙ্গে থাকতে পারছেন না রোহিত। আর সেই কারণেই সিনিয়র দলকে নেতৃত্ব দেবেন হার্দিক। আর এমন আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। তাঁর মতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নাকি শিলমোহর পড়তে চলেছে হার্দিক পান্ডিয়ার নামে!
বর্ডার-গাভাসকার ট্রফির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে গাভাসকার হার্দিকের অধিনায়কত্ব নিয়ে জানিয়েছেন ‘টি-২০ পর্যায়ে হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরন আমার খুব ভালো লেগেছে। গুজরাট টাইটানস এবং ভারতের হয়ে যেভাবে ও অধিনায়কত্ব করেছে তা দেখে আমি খুব খুশি। টি-২০ ফর্ম্যাটে ওঁর অধিনায়কত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি এটাও মনে করি মুম্বইতে যদি ও প্রথম ওয়ানডে ম্যাচটা (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) জিততে পারে তাহলে পরবর্তী অধিনায়ক হিসেবে ওঁর উপর শিলমোহর পড়ে যাবে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে হার্দিকের অধিনায়কত্বে শিলমোহর পড়তে চলেছে।’
গাভাসকার আরও জানিয়েছেন, ‘আমার মতে হার্দিক একজন খুব বড় ইমপ্যাক্ট (প্রভাব বিস্তারকারী) ক্রিকেটার। ম্যাচের মিডল ওভারে ও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গুজরাট দলের হয়ে খেলার সময়েও হার্দিক নিজেকে বারবার ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনত। দলের যখন মোমেন্টাম এবং দ্রুতগতিতে রান করার প্রয়োজন হয় তখন ও নিজেকে সেই ভূমিকায় নিয়ে যায়। অধিনায়ক হার্দিক দলের বাকিদের স্বস্তির আবহাওয়া প্রদান করে। আমার মনে হয় এইভাবেই ও দলকে নেতৃত্ব দেয়। ক্রিকেটারদের কাঁধে হাত দিয়ে তাদেরকে একটা স্বস্তির পরিবেশ উপহার দেয়।’
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।