Sports

চোট পেয়ে অজি ক্রিকেটারদের ছিটকে যাওয়ার ধারা জারি, ওয়ান ডে

টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই ক্রিকেটারদের চোট-আঘাত সমস্যা ভুগিয়ে চলেছে অস্ট্রেলিয়াকে। একটিও টেস্টে ঘোষিত স্কোয়াডের সব ক্রিকেটার উপলব্ধ ছিলেন না। চোটের জন্য কাউকে না কাউকে মাঠের বাইরে রাখতে হয়েছে অজিদের। সমানে বজায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঠের বাইরে চলে যাওয়ার ধারা। এবার ওয়ান ডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন তারকা পেসার।

চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামতে পারবেন না ঝাই রিচার্ডসন। শুধু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেই নয়, বরং রিচার্ডসনের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলাও চূড়ান্ত অনিশ্চিত দেখাচ্ছে।

বিগ ব্যাশ লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রিচার্ডসন। চোটের জন্য তিনি বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হয়নি। যদিও বাস্তবে সেই চোটের জন্যই শেফিল্ড শিল্ড ও মার্শ কাপের কোনও ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। তা সত্ত্বেও রিচার্ডসনকে ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোডায়ে জায়গা করে দেন অজি নির্বাচকরা। গত উইকএন্ডে ক্লাব ক্রিকেটে মাঠে নেমে পুনরায় চোট পেয়ে বসেন রিচার্ডসন। ফলে ভারতে আসা হচ্ছে না তাঁর।

⦾- IND vs AUS: কামিন্স নাকি স্মিথ, শেষ টেস্টে ক্যাপ্টেন কে? জানিয়ে দিল অস্ট্রেলিয়া

রিচার্ডসনের বদলি হিসেবে ন্যাথন এলিসকে ভারত সফরে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, এলিস এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মোটে ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ৩টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫টি উইকেট নিয়েছেন তিনি। গতবছর এপ্রিলে পাকিস্তান সফরে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ান ডে খেলেন এলিস।

রিচার্ডসন অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট, ১৫টি ওয়ান ডে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৫৭টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

⦾- WPL 2023: অকারণে বিতর্ক বাঁধিয়েছেন ডটিন! বিজ্ঞপ্তি জারি করে সাফাই দিল গুজরাট, জানা গেল দিয়েন্দ্রার বাদ পড়ার আসল কারণ

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), সিয়ান অ্যাবট, অ্যাস্টন এগর, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও ন্যাথন এলিস।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।