Sports

তোমার টেস্ট সেঞ্চুরি দেখার প্রতীক্ষায় ছিলাম-বিরাটকে হালকা খোঁচা দ্রাবিড়ের

আমদাবাদ টেস্ট ম্যাচের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটসম্যান বিরাট কোহলির দীর্ঘ কথোপকথন হয়েছে। BCCI.TV-তে শেয়ার করা ভিডিয়োতে বিরাট এবং দ্রাবিড়কে অনেক বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। প্রধানত বিরাট কোহলির সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে অনেক কথা হয়। এই সময় দ্রাবিড় আরও বলেছিলেন যে তিনি বিরাট কোহলির সেঞ্চুরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে খেলার সময় তোমার ব্যাটে অনেক সেঞ্চুরি দেখেছি। অবসরের পরও আমি টিভিতে তোমার অনেক টেস্ট সেঞ্চুরি দেখেছি, কিন্তু গত ১৫-১৬ মাসে আমি টেস্ট সেঞ্চুরি দেখিনি। যখন আমি দলের কোচ হলাম তারপর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু অবশেষে সেটি দেখতে পেলাম।’

আরও পড়ুন… ফের ধাক্কা খেল টিম অস্ট্রেলিয়া, ODI সিরিজে ফিরছেন না কামিন্স, দায়িত্বে স্মিথ

বিরাট কোহলি কি কখনও টেস্ট সেঞ্চুরি নিয়ে চিন্তা করেন? কিং কোহলিকে এমনটাই প্রশ্ন করেছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে বিরাট কি কখনও এই বিষয় নিয়ে বেশি ভাবেন? যার জবাবে বিরাট বলেছিলেন, ‘আমি কখনই ব্যক্তিগত মাইলস্টোনগুলিতে বিশ্বাস করি না। আমি সবসময় দলের পরিস্থিতি অনুযায়ী খেলি এবং সেই সময়ে আমি যদি সেঞ্চুরি করি। যদি এটি ঘটে তবে তা হয়। আমরা যদি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলি তাহলে শতরান হতে পারে।’ আমদাবাদে টেস্ট সেঞ্চুরি এবং একটি সংমিশ্রিত ইনিংসের জন্য দীর্ঘ অপেক্ষার বিষয়ে, বিরাট বলেছেন, ‘আমি জানতাম এই পিচটি ফ্ল্যাট। সেই কারণেই প্রথম ১০০ রানে মাত্র চারটি চার ছিল। অস্ট্রেলিয়ার বোলাররা ভালো জায়গায় বল পিচ কর ছিলেন। রাফ ব্যবহার করছিলাম, কিন্তু আমি জানতাম যদি খেলতে থাকি, রান অবশ্যই আসবে। আর তাই হয়েছে।’

আরও পড়ুন… IND vs AUS Test: এটা কে কি আপনি টেস্ট ক্রিকেট বলবেন? মরা পিচ নিয়ে গাভাসকর-হেডেনের লড়াই

বিরাট কোহলি আরও বলেন, ‘আমি চারটি সেশন ব্যাট করতে পারি, আমি পাঁচটি সেশন ব্যাট করতে পারি, সেখানেই ফিটনেস এবং শারীরিক প্রস্তুতি আমার জন্য কাজ করে। আমি বিশ্রাম নিতে মাঠে যাই কারণ আমি জানি আমি বিভিন্ন উপায়ে ব্যাট করতে পারি। আমি হতাশ নই যদি আমি তিনটি সেশন খেলি এবং মনে হয় আমি ভেঙে পড়ছি এবং আমার দ্রুত রান করতে হবে অন্যথায় আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারব না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি যারা অবশ্যই এটি দেখেছেন বা আমরা অতীতেও আপনাকে অনেকবার ব্যাট করতে দেখেছি। একটি জিনিস যা দাঁড়িয়েছিল তা হল ব্যাটিং ফিটনেস যা ছিল পাঁচটি সেশন এবং ছয়টি সেশন ব্যাট করতে সক্ষম হওয়া এবং আমি মনে করি এর জন্য আপনাকে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, সেখান থেকেই মানসিকতা আসে।’ আমদাবাদের টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এদিনের ইনিংসে তিনি ১৫টি চার মারেন। ২০১৯ সালের পরে আবারাও তিনি টেস্টে শতরান করলেন।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।