Sports

দর্শকাসনে অনবদ্য বল ‘অ্যাসিস্ট’, চোখে মুখে মুগ্ধতা শুভমন গিল-রবি শাস্ত্রীর

শুভব্রত মুখার্জি: আমদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দল একেবারেই ভালো খেলতে পারেনি। অস্ট্রেলিয়া ৪৮০ রানের বিরাট স্কোর করতে সমর্থ হয়। প্রথম সেশনে একটি উইকেটও পায়নি ভারতীয় দল। অত্যন্ত নির্বিষ দেখিয়েছে ভারতীয় বোলারদের এদিন। দিনের খেলার হিরো যদি ২২ গজে হন উসমান খোয়াজা,ক্যামেরন গ্রিন এবং রবিচন্দ্রন অশ্বিন তবে ২২ গজের বাইরের হিরো অবশ্যই দর্শকাসনের এক অপরিচিত যুবক। যাঁর নায়কোচিত বল অ্যাসিস্টে মুগ্ধ শুভমন গিল থেকে রবি শাস্ত্রী সকলেই। যিনি মুহূর্তে নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গিয়েছেন।

সাইটস্ক্রিনের কাছ থেকে যখন বল উদ্ধার করা অসম্ভব বলে মনে হচ্ছিল তখন রীতিমতো ‘হিরোর’ মতন আবির্ভাব ঘটে ওই দর্শকের। যখন সবাই আশা ছেড়ে দিয়েছিলেন বল উদ্ধারের, ঠিক সেই সময়েই বলটি উদ্ধার করে দিয়ে নতুন ‘সেনসেশনে’ পরিণত হন তিনি। ঘটনাটি ঘটে দিনের একেবারে শেষ লগ্নে। দিনের শেষ ওভারটি বল করতে আসেন অজি তারকা স্পিনার নাথান লিয়ন। তাঁর বিরুদ্ধে একটি বলে স্টেপ আউট করে সোজা ছয় হাঁকান ভারতীয় ওপেনার শুভমন গিল। সেই সময়েই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা।

⦾- LLC 2023: পুরনো চাল ভাতে বাড়ে, দেখিয়ে দিলেন মিসবা, গম্ভীরের লড়াই ব্যর্থ হল ইন্ডিয়ার হারে

বলটি এতটাই নিখুঁতভাবে মারেন গিল যে বল গিয়ে সাইটস্ক্রিনের ঠিক পিছনে পড়ে। সেই জায়গাটি আবার সাদা চাদর দিয়ে ঢাকা ছিল। বল সাইটস্ক্রিন এবং সেই সাদা চাদর ঢাকা জায়গার মাঝে এমনভাবে আটকে যায় যে বল উদ্ধার হবেই না ধরে নেওয়া হয়েছিল। বল পরিবর্তনের ভাবনা চিন্তাও করা হয়েছিল। সেই সময়েই ‘সুপার হিরোর’ মতন আবির্ভাব ঘটে ওই দর্শকের। আম্পায়াররা যখন বলের বক্সের দিকে যাচ্ছিলেন বল বদলাতে সেই সময়েই ব্রডকাস্টারদের ক্যামেরায় ধরা পড়েন ওই যুবক। চাদরের তলায় ঢুকে বল খুঁজতে দেখা যায় তাঁকে। ধারাভাষ্য দিতে দিতেই রবি শাস্ত্রী বলে ওঠেন ‘ দ্য বিগ ফেলো হ্যাজ গন ইন (অর্থাৎ চাদেরর তলায় ঢুকেছেন সেই ছেলেটি)।’

⦾- PSL-এ সব থেকে কম বলে সেঞ্চুরি রিলির, পোলার্ড ঝড়ে রান তাড়া করে সব থেকে বড় জয় মুলতানের

অবশেষে বলটি খুঁজে পান সেই যুবক। এতটাই উত্তেজিত ছিলেন তিনি যে বল মাঠে থ্রো করতে গিয়ে দুবার হোঁচট খেয়ে যান। তাঁর সেই উচ্ছ্বাস যেন প্রকাশ পায় রবি শাস্ত্রীর গলাতেও । তিনি বলেন ওঠেন ‘ যুবক বলটা খুঁজে পেয়েছে। যুবক বলটা পেয়েছে। ও সোনা খুঁজে পেয়েছে। যুবক হিরোর মতন বেরিয়ে আসছে। প্রায় পড়ে যাচ্ছিল যুবক নিজের ভারসাম্য হারিয়ে।’ সেই ঘটনা দেখে তখন গোটা স্টেডিয়াম উচ্ছাসে ভেঙে পড়ে। ঘটনা দেখে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি ব্যাটার শুভমন গিলও।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।