Sports

ধোনির ভয়ে কাঁটা CSK-র খেলোয়াড়রা? নয়া ভিডিয়ো দেখে নেটপাড়া বলল

হোলিতে একেবারে বাচ্চাদের মতো উচ্ছ্বাসে মাতলেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) খেলোয়াড়রা। পাড়ায় যেভাবে হোলি খেলা হয়, ঠিক সেরকমভাবেই চেন্নাইয়ের ড্রেসিংরুমে রং খেলা হয়েছে। তবে সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তাতে মহেন্দ্র সিং ধোনিকে রং খেলতে দেখা যায়নি। তাঁকে কেউ রং মাথাতে এগিয়ে আসেননি। যা দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য, কোনও খেলোয়াড়ই ধোনিকে রং মাখানোর সাহস পাননি।

হোলিতে সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়ের রং খেলার ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একেবারে পাড়ার স্টাইলে রং খেলছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। কেউ কেউ সতীর্থকে চেপে ধরেন। অপরজন তাঁর ঘাড়ে রঙের প্যাকেট ঢেলে দেন। একজন খেলোয়াড়কে তো চার-পাঁচজন মিলে ধরে রং মাথাতে থাকেন। তাঁর মুখ নীচে হয়ে গিয়েছিল। কেউ কেউ এক জায়গায় দাঁড়িয়ে প্যাকেট খুলে একে অপরের সঙ্গে মাখামাখি করতে থাকেন। এমনকী চ্যাংদোলা করে একজনকে নিয়ে এসে মাখিয়ে দেওয়া হয়। এমনই রং খেলেন যে পুরো ধোঁয়ার মতো উড়তে থাকে।

⦾ IPL 2023: চেন্নাইয়ের নেটে ধোনির তাণ্ডব, ছক্কার পর ছক্কা হাঁকিয়ে দিলেন ঝড়ের পূর্বাভাস- ভিডিয়ো

তারইমধ্যে ওই ভিডিয়োয় ধোনিকে আসতে দেখা যায়। ট্র্যাকশ্যুট পরে ড্রেসিংরুমে ঢুকতে থাকেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। হাসতে-হাসতে রঙের ধোঁয়া সরিয়ে ড্রেসিংরুমে ঢুকে যান। ধোনির সেই কয়েক সেকেন্ডের দৃশ্য দেখেই মজেছেন নেটিজেনরা। অনেকের মতে, স্রেফ ভয়েই ধোনিকে রং মাখাতে আসেননি বাকি খেলোয়াড়রা। যে খেলোয়াড়দের মধ্যে অবশ্য কোনও সিনিয়র খেলোয়াড় ছিলেন না। সকলেই মোটের উপর জুনিয়র খেলোয়াড় ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, তাতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এক নেটিজেন যেমন বলেন, ‘যখন স্যার ক্লাসে ঢোকেন। ‘ তাতে একজন বলেন, ‘পুরো একইরকম মনে হচ্ছে।’ অপর একজন আবার মজা করে বলেন, ‘আমার মনে হয়, ধোনি বলেছে যে তাঁকে রং দেবে, তাঁকে প্রথম একাদশে রাখবেন না।’ অপর একজন আবার বলেন, ‘(সুরেশ) রায়না থাকলে ধোনিকে রং মাখিয়ে ভূত করে দিত। (ডোয়েন ব্র্যাভো) থাকলেও সেই কাজটা করতেন।’ উল্লেখ্য, এখন আইপিএলে খেলেন চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ রায়না। আইপিএলে খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছেন ব্র্যাভোও।

(————– সমাপ্ত ————–)

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।