Sports

নতুন ভূমিকায় ধোনি! মাছ চাষে মন দিয়েছেন মাহি

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যাকে বিশ্ব ক্যাপ্টেন কুল নামেই চেনে। ধোনি শুধু ক্রিকেটেই নয় ব্যক্তিগত ও পেশাগত জীবনেও নতুনত্বের জন্য পরিচিত। এখন যা অবস্থা ধোনি যাই করেন না কেন সেটাই শিরোনাম হয়ে যায়। ধোনিকে কখনও মাঠে ট্রাক্টর চালাতে দেখা যায়, আবার কখনও গলফ ও টেনিস খেলতে দেখা যায়। ধোনির বাইক প্রেম সকলেরই জানা। এদিকে এখন ধোনির নতুন শখ সামনে এসেছে। মাঠে চাষ করে হাত পাকানোর পরে এবার ধোনি জলে মাছ চাষ করতে চলেছেন। রাঁচিতে নিজের খামারবাড়িতে কয়েক মাস ধরেই চলছে তারই প্রস্তুতি।

রাঁচির সাম্বোতে ৪৩ একর জুড়ে ধোনির একটি বিশাল খামারবাড়ি রয়েছে। এখানে ধোনি ইতিমধ্যে শাকসবজি ও স্ট্রবেরিসহ অন্যান্য কৃষিপণ্যের চাষ করেন। সময়ে সময়ে তার ভিডিয়োও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ধোনির ট্রাক্টর চালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। এবার মাহি মাছ চাষ করবেন বলে তৈরি হচ্ছেন। তাঁর সাম্বো খামারবাড়িতে চলছে তারই প্রস্তুতি। খবরে বলা হয়েছে, ধোনি নিজের খামারবাড়িতে দুটি বড় পুকুর খনন করেছেন।

আরও পড়ুন… তালিবান জমানায় উঠে গিয়েছে মহিলা টিম, তবুও হয়তো আইসিসি-র পূর্ণ সদস্যপদ বাতিল হবে না আফগানদের

৬-৭ মাস আগে উভয় পুকুরেই মাছের ছোট মাছ ছাড়া হয়েছিল। একটি নিউজ ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে ধোনির কৃষি উপদেষ্টা রোশান জানান, ৭ মাস আগে একটি পুকুরে ৮ হাজার ছোট মাছ এবং অন্য পুকুরে ৩ হাজার মাছ ছাড়া হয়েছিল। উল্লেখ্য, পুকুরে ছেড়ে আসা রুই, কাতলা ও তেলাপিয়া প্রজাতির মাছ এখন বড় হয়েছে। মাছ ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত বেড়েছে।

ধোনির পুকুরে তৈরি এই মাছগুলি খুব শীঘ্রই রাঁচি সহ আশেপাশের শহরের মাছের বাজারে বিক্রি হবে। কৃষি পরামর্শক রোশনের মতে, মহেন্দ্র সিং ধোনি নিজেও আমিষ খুব পছন্দ করেন। তিনি মুরগির মাংসসহ বিভিন্ন মাছের খাবার পছন্দ করেন। ধোনি নিজে এবং তাঁর স্ত্রী সাক্ষী বেশ কয়েকটি অনুষ্ঠানে ক্যাপ্টেন কুল এর মুরগির প্রতি তাদের ভালবাসা প্রকাশ করেছেন।

আরও পড়ুন… IPL 2023: বদলে গেল Lucknow Super Giants-এর জার্সি, অনেকটা মিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে

উল্লেখযোগ্যভাবে, বছরে একবার ধোনির খামারবাড়ি সাধারণ মানুষের জন্যও খুলে যায়। তাহলে মানুষ নিজেরাই সেখানে গিয়ে ফলমূল ও সবজি কিনতে পারবে। ধোনির পেশাদার জীবন সম্পর্কে কথা বলুন, বিজ্ঞাপন ছাড়াও, ধোনি বিভিন্ন ব্যবসা থেকে কোটি কোটি আয় করেন। তিনি হকি ইন্ডিয়া লিগ এবং ফুটবল লিগে দলগুলির অংশীদারিত্ব কিনেছেন। তার জিমের চেইন আছে। সম্প্রতি ধোনি তার প্রোডাকশন হাউসের অধীনে একটি তামিল ছবির ঘোষণা করেছেন। ধোনি বর্তমানে চেন্নাইতে রয়েছেন এবং আইপিএল-২০২৩-এর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।