Sports

নাথান লিয়নের বলে আউট হয়ে রাগে মাটিতেই লাথি শুভমন গিলের!

শুভব্রত মুখার্জি: চলতি আমদাবাদ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে লড়াইতে ফিরেছে ভারতীয় দল। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৮৯ রান। ভারতের এই কামব্যাক মূলত সম্ভব হয়েছে তাদের ওপেনার শুভম গিলের ব্যাটিংয়ে। তৃতীয় দিনে একটি দুর্দান্ত শতরান উপহার দেন তিনি। ১২৮ রান করে আউট হয়ে যান গিল। যখন তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল কোন ভাবেই তাঁকে আউট করতে পারবেন না অজি বোলাররা। সেই সময়েই নাথান লিয়নের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান তিনি। আউট হয়ে নিজের উপর গিল এতটাই হতাশ এবং বিরক্ত ছিলেন যে রাগের চোটে মাটিতেই লাথি মারেন।

আরও পড়ুন… Legends League Cricket 2023 Live: ২৬ বলে ফিঞ্চের অর্ধশতরান

শনিবার নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকালেন। অজিদের প্রথম ইনিংসের ৪৮০ রান তাড়া করতে গিয়ে ভারতের হয়ে অনবদ্য শতরান করেছেন গিল। এ দিন ২৩৫ বল ব্যাট করে ১২৮ রান করেন তিনি। আমদাবাদের অত্যধিক গরমে তাঁর পায়ে মাঝে মাঝে ক্র্যাম্পও হচ্ছিল। ফিজিওকে মাঠে এসে শুশ্রূষা ও করতে হয়। তাঁর কিছুক্ষণ পরেই লিয়নের বলে আউট হয়ে যান গিল।

আরও পড়ুন… রোহিতের টিম ইন্ডিয়া নাকি ডারিল মিচেলের কাছে ঋণী! জেনে নিন আসল ঘটনা

ভারতীয় ইনিংসের ৭৭ তম ওভারে ঘটে ঘটনাটি। অফস্ট্যাম্পের একটু বাইরের দিকে বলে একটু ফ্লাইট দিয়ে বল করেন লিয়ন। নিজের ক্রিজে অনেকটা ভিতরে গিয়ে সেই বলকে লেগ সাইডে খেলতে যান গিল। বলটি মিস করে এলবিডব্লিউ আউট হয়ে যান গিল। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন। গিল রিভিউ নিলেও সফল হননি। আউট হয়ে এতটাই হতাশ দেখায় গিলকে যে তিনি রাগের চোটে মাটিতেই লাথি মারেন। ধারাভাষ্যের সময়েই রবি শাস্ত্রী জানান দীর্ঘক্ষণ ব্যাটিং করার ফলেই হয়তো কিছুটা ক্লান্তি এসেছিল যেখান থেকে নষ্ট হয় মনোসংযোগ। তাঁর ফলেই আউট হয়ে যান শুভমন গিল।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।