Sports

‘পরবর্তী প্রজন্মের কেউ তোমায় ছাপিয়ে যাবেই’, ভাজ্জির ‘অপমানের’ জবাব দিলেন

অস্ট্রেলিয়া সিরিজে বল হাতে মাঠে জবাব দিয়েছেন। যুগ্মভাবে সিরিজের সেরা হয়ে কি এবার মুখেও জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন? আর নিশানায় থাকলেন কি হরভজন সিং? ভারতীয় অফস্পিনারের একটি মন্তব্যের পর সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। অশ্বিনের দাবি, অধিকাংশ খেলোয়াড় ভাবেন যে তাঁরা যখন খেলতেন, তখনই সর্বকালের সেরা ক্রিকেটাররা খেলতেন। কিন্তু সেটা মোটেও নয়। বরং পরবর্তী প্রজন্মে সবসময় এমন খেলোয়াড় থাকেন, যিনি আপনার থেকে ভালো হন।

বুধবার নিজের ইউটিউব চ্যানেলে টড মার্ফির বিষয়ে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমরা অধিকাংশ লোকই (অধিকাংশ খেলোয়াড়) নিজেদের অমর ভেবে নিই। আমাদের কেরিয়ারে যখন ইতি টেনে দিই, তখন আমরা ভেবে নিই যে আমরাই (সর্বকালের) সেরা অথবা আমরা খেলার সময় ভাবতে থাকি যে আমরাই (সর্বকালের) সেরা।’

অশ্বিন আরও বলেছেন, ‘আমরা নিজেদের সেরা ভাবতে থাকি। তারপর আচমকা পরবর্তী প্রজন্মের কেউ এসে যায় এবং বলে যে তুমি কিছুটা সময়ের জন্য অপেক্ষা করতে পারবে? এই কাজটা কীভাবে করা হয়, সেটা দেখাতে দাও। তাই আমাদের একটা বিষয় বুঝতে হবে এবং মেনে নিতে হবে যে আমাদের থেকে কেউ ভালো হবেই। তবেই আমরা এই ধরনের মানসিকতা থেকে বের হতে পারব – যেখানে বলা হয়, আমরা যে সময় খেলেছি।’ সঙ্গে তিনি যোগ করেন, আমি আগেও বলেছি যে আমাদের থেকেও কেউ ভালো থাকবে, সেই ভাবনাটা মনের মধ্যে থাকা উচিত। সেরকম একজনের উদাহরণ হল টড মার্ফি।’

⦾ IND vs AUS: চাকরিটা কি ছেড়ে দেব- পূজারার বোলিং দেখে অশ্বিনের প্রশ্ন, সপাটে জবাব দিলেন চেতেশ্বর

সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, অশ্বিন কি কাউকে নিশানা করতে চাইছেন? আর সেই ব্যক্তি হরভজন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে নাম না করে অশ্বিনকে খোঁচা দিয়েছিলেন হরভজন। গত ৪ ফেব্রুয়ারি ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর টুইটারে লিখেছিলেন, ‘প্রথম টেস্টের এখনও পাঁচদিন দূরে। অস্ট্রেলিয়ার মাথায় ইতিমধ্যে রবিচন্দ্রন অশ্বিন চেপে বসেছে।’ সেই টুইটের প্রেক্ষিতে হরভজন একটি পিচের ছবি পোস্ট করে বলেছিলেন, ‘এটাই মূল বিষয়, যা ওদের মাথায় আছে।’

(————– সমাপ্ত ————–)

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।