সবে চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু দুটি টেস্ট খেলতে না খেলতেই পিঠের চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পিঠের চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারেন শ্রেয়স। চোট সারিয়ে উঠতে কতদিন লাগবে, সেটা এখনও স্পষ্ট নয়। সেই পরিস্থিতিতে আইপিএলেও খেলা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। শেষপর্যন্ত সেই আশঙ্কা সত্যি হলে বিকল্প অধিনায়কের খোঁজ করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)।
এমনিতে আপাতত ভারতের তারকা শ্রেয়সের চোটের যা অবস্থা, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না। যে সিরিজ আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে। সোমবার আমদাবাদে চতুর্থ টেস্টের শেষে শ্রেয়সের চোটের বিষয়ে কথা বলার সময় রোহিত যা জানিয়েছেন, তাতে আইপিএলেও কেকেআর অধিনায়ক খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। রোহিতের গলা থেকে রীতিমতো হতাশাও ঝরে পড়ে।
আমদাবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বেচারা…ওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ব্যাট করার জন্য ওকে দিনভর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দিন শেষ হওয়ার ফলে ওর (শ্রেয়স) পিঠে সমস্যা হয়েছিল। স্ক্যান করার জন্য ওকে হাসপাতালে পাঠানো হয়েছিল।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘স্ক্যানের রিপোর্ট কী এসেছে, সেটা আমি জানি না। কিন্তু ওকে দেখে ভালো লাগছে না। আর সেই কারণেই ও এখানে নেই।’
⦾ দুর্ভাগ্য নয়, ভারত শ্রেয়সের জন্য অপেক্ষা করছিল: সূর্যকুমারের বাদ পড়া প্রসঙ্গে পন্টিং
কতদিন পর শ্রেয়স মাঠে ফিরতে পারবেন, তাও স্পষ্টভাবে বলতে পারেননি রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘ও কতদিনে সেরে উঠবে বা ও কবে মাঠে ফিরবে, সেটা নিয়ে আমাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। যখন পুরো ঘটনাটি হয়েছিল, তখন বিষয়টা ঠিক লাগছিল না। আমি আশা করছি যে ও দ্রুত সেরে উঠবে। মাঠে ফিরে এসে আবারও খেলতে শুরু করবে।’
⦾ KKR IPL 2023 Fixture: পঞ্জাবের বিরুদ্ধে অভিযান শুরু, ঘরের মাঠে শুরুতেই প্রতিপক্ষ RCB, নাইট রাইডার্সের সূচি দেখে নিন
প্রশ্ন উঠছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) নিয়ে
সম্প্রতি যেভাবে একাধিক ভারতীয় তারকা চোট সমস্যায় ভুগছেন, তাতে এনসিএয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সদ্যই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন শ্রেয়স। দুটি টেস্টে খেলে তৃতীয় টেস্টে ছিটকে গেলেন। তাও যে দুটি টেস্ট খেলেন শ্রেয়স, তা পুরো পাঁচদিনও হয়নি। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণার চোট নিয়েও প্রশ্নের মুখে পড়েছে এনসিএ।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।