Sports

ভিডিয়ো-বাজ পাখির মতো একহাতে ক্যাচ নিলেন দর্শক, অবাক সবাই

একটি ম্যাচকে ঘিরে কতই উত্তেজনা থাকে। সেটা মাঠে হোক কিংবা মাঠের বাইরে। মাঠের ভিতরে যেমন দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যেমন স্লেজিং চলে তেমনই সর্থকদের মধ্যেও উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায়। তবে এবার যে ঘটনাটি ঘটল তা এর আগেও ঘটেছে। ক্রিকেটে তা একেবারেই নতুন কিছু নয়।

কখনও গ্যালারিতে থাকা দর্শকদের মাথায় বল লেগে মাথা ফেটে গিয়েছে। আবার কোথাও বা বাজ পাখির মতো ছো মেরে ক্যাচ নিয়েছেন অনেকে। এবার তেমনই এক ঘটনা ঘটল ক্রাইস্ট চার্চে। এই মুহূর্তে ক্রাইস্ট চার্চে চলছে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচেই ঘটনাটি ঘটে।

সেই সময় ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার নেইল ওয়াগনার। ব্যাট করার সময় তিনি একটি ওভার বাউন্ডারি মারেন। আর সেই সময় গ্যালারিতে থাকা এক দর্শক বেশ কিছুটা দূর থেকে দৌড়ে আসেন। বলটির দিকে পুরোপুরি লক্ষ্য রাখেন তিনি। আর তারপরই ঘটে সেই ঘটনা। একহাত দিয়ে ক্যাচটি লুপে নেন সেই দর্শক। যা পুরোটাই ক্যামেরায় ধরা পড়েছে।

আর সেই ক্যাচ লোপার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। নিউজিল্য়ান্ড ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেজ থেকেও সেই ভিডিও পোস্ট করা হয়। এমন ক্যাচ যা চোখ ধাঁধানো মতো। যা অনেক বড় ক্রিকেটারও সেই ক্য়াচ তালুবন্দি করতে পারে না। তেমনই ক্যাচ ধরে নজরে চলে এলেন এই সমর্থক।

পাশে থাকে দর্শকরাও তা ভালো ভাবেই উপভোগ করলেন। এমনটা চোখের সামনে দেখে অবাক প্রত্যেকে। বাউন্ডারির ভিতরে এমন ছবি দেখে সবাই অভ্যস্ত। পাশে মানুষটিকে এই ভাবে ক্যাচ ধরতে দেখে অবাক অনেকেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার টার্গেট মাথায় নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৩৫৫ রান তোলে। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩৭৩ রানে অলআউট হয়ে যায়। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেট হারিয়ে ৮৩। ৬৫ রানের লিড শ্রীলঙ্কার।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।