অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হচ্ছে মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল, বিসিসিআই যার নাম দিয়েছে ডব্লিউপিএল বা উইমেন্স প্রিমিয়র লিগ। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট লিগ যখন, তার আত্মপ্রকাশও হবে তেমনই জাঁকজমকপূর্ণভাবে। আয়োজনে ত্রুটি রাখেনি বিসিসিআই। ক্রিকেট আর বিনোদনের মিশ্রণে ক্রীড়াপ্রেমীদের মন মাতানোর সব উপকরণই থাকছে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমে।
আপাতত দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। চোখ রাখা যাক দু’দলের স্কোয়াড ও উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় তথ্যে।
কবে অনুষ্ঠিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচ:-
৪ মার্চ, ২০২৩ (শনিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচটি:-
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (মুম্বই)।
কখন শুরু হবে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান:-
বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন:-
ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিয়ারা আডবানি, কৃতি শ্যানন ও এপি ধিলন।
স্টেডিয়ামের দরজা খুলবে কখন:-
উদ্বোধনী ম্যাচের আগে ডিওয়াই পাতিল স্টেডিয়ামের দরজা খুলবে বিকাল ৪টের সময়।
⦾- WPL 2023: উইমেন্স প্রিমিয়র লিগ থেকে ছিটকে গেলেন ডটিন, উদ্বোধনী ম্যাচের আগেই পরিবর্ত খুঁজে নিল গুজরাট
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্পোর্টস-১৮ নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
মেয়েদের আইপিএলের ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
⦾- BAN vs ENG: মাঝব্যাটে লাগল বল, LBW-র জন্য DRS নিয়ে হাসির খোরাক বাংলাদেশ- ভিডিয়ো
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:-
হরমনপ্রীত কউর, ন্যাট সিভার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, যস্তিকা ভাটিয়া, হেথার গ্রাহাম, ইসাবেল ওং, আমনজ্য়োৎ কউর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেইলি ম্যাথিউজ, ক্লোয়ি ট্রিয়ন, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, জিন্তিমনি কালিতা, নীলম বিস্ট।
গুজরাট জায়ান্টস স্কোয়াড:-
অ্যাশলেই গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলি, অ্যানা সাদারল্যান্ড, হার্লিন দেওয়ল, কিম গার্থ, স্নেহ রানা, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়ারহ্যাম, মানসী যোশি, দয়ালান হেমলতা, মণিকা প্যাটেল, তনুজা কানওয়ার, সুষমা বর্মা, হার্লি গালা, অশ্বনী কুমারী, পারুনিকা সিসোদিয়া, শবনম শাকিল।
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।