Sports

হঠাৎ কেন কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামলেন অজি ব্যাটাররা?

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। চলছে দ্বিতীয় দিনের খেলা। এদিন ম্যাচ শুরুর সময় দেখা গেল একেবারে অন্য ছবি। ড্রেসিংরুম থেকে ব্যাট হাতে বেরিয়ে এলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তাদের হাতে বাধা কালো রঙের আর্ম ব্যান্ড। ক্রিকেট মহলে বিস্ময় জাগে সেই কালো রিবনকে ঘিরে। হঠাৎ কেন অজি ব্যাটাররা পরতে গেলেন এই রিবন? তখনই জানা গেল, প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। তাঁকে শ্রদ্ধা জানাতেই অজি ক্রিকেটারদের হাতে কালো আর্ম ব্যান্ড।

দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২০০৫ সালে তাঁর ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। তারপর থেকে অসুস্থ হয়ে পড়েন মারিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচের পরই অস্ট্রেলিয়ার ফিরে যান প্যাট। তখন অস্ট্রেলিয়ার দলের তরফ থেকে জানানো হয়, তৃতীয় টেস্টের আগেই ফিরে আসবেন তিনি। তবে তাঁর মায়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় তৃতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। দেশে ফিরে যান কামিন্স। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব পালন করেন স্টিভ স্মিথ। চতুর্থ টেস্ট ম্যাচে তাঁর ফিরে আসার সম্ভাবনা দেখা গেলেও তা সম্ভব হয়নি। চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হওয়ার পরই বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হন তাঁর মা। প্যাটের বাড়ি ফেরার তিন সপ্তাহ পরেই তিনি হারালেন তাঁর মাকে।

 

এই খবর জানার পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার মহল থেকে শোক বার্তা প্রকাশ করে জানানো হয়, ‘মারিয়া কামিন্স আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা প্যাট কামিন্সের পরিবার এবং তাদের পরিজনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।’

ভারতীয় বোর্ডও দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডায়য় লিখেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা প্যাট কামিন্সের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। কামিন্সের পরিবার এবং পরিজনদের সমবেদনা জানাই।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।