Sports

AIFF-এর শৃঙ্খলারক্ষা কমিটির কাজ শুরু, ভাগ্য নির্ধারণ হবে কেরল ব্লাস্টার্সের!

শুভব্রত মুখার্জি: চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্সের প্লে অফ পর্বের ম্যাচের বিতর্কের জল গড়িয়েছে এআইএফএফের শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কাছে। বিষয়টি নিয়ে তাদের শুনানি শুরু করেছে তারা। ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে হঠাৎ করেই দল তুলে নেয় কেরল। তাদের যুক্তি ছিল রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রি কিকটি নিয়েছেন সুনীল ছেত্রী। সেই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। এবার বিষয়টি নিয়ে এআইএফএফের শৃঙ্খলা রক্ষাকারী কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ চলাকালীন মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে তাদেরকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে কিনা।

সোমবারেই কেরলের আবেদন খারিজ করে দিয়েছিল এআইএফএফ। কেরলের তরফে চিঠি লিখে আবেদন জানানো হয়েছিল ম্যাচের রিপ্লের বিষয়ে। তাদের তরফে ম্যাচ রেফারির বিরুদ্ধে কড়া শাস্তিরও দাবি জানানো হয়েছিল। সেই বিষয়টিও খারিজ করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর ঘরের মাঠ কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য থাকার পরে ম্যাচের ৯৭ মিনিটে বিতর্কিত ফ্রি কিক থেকে গোল করেছিলেন সুনীল ছেত্রী। এআইএফএফের সূত্র মারফত জানা গিয়েছে কেরল ব্লাস্টার্সের উপর নিষেধাজ্ঞা চাপানো হবে কি হবে না এই বিষয়ে ১০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে।

সংবাদ সংস্থা পিটিআইকে এআইএফএফের এক সূত্র মারফত জানানো হয়েছে, ‘কেরল ব্লাস্টার্সের প্রতিবাদের বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ওদের উপরে নিষেধাজ্ঞা চাপানো হবে কি হবে না সেই বিষয়ে এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিক শুনানি হতে পারে। সবপক্ষের সঙ্গে কথা বলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এআইএফএফের শৃঙ্খলা রক্ষা কমিটির কোড ২০২১-এর আইনি ধারার ৫৮ নম্বর অনুযায়ী ম্যাচ মাঝপথেই ছেড়ে চলে যাওয়ার জন্য কেরল ব্লাস্টার্সকে ৬ লক্ষ টাকার জরিমানা করা হতে পারে। ভবিষ্যতে বিভিন্ন টুর্নামেন্টে তাদের খেলার উপরেও নিষেধাজ্ঞা জারি হতে পারে।’

কেরল ব্লাস্টার্স রেফারি ক্রিস্টাল জোনসের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ম্যাচের মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। পাশাপাশি বেঙ্গালুরু এফসিকে জয়ী ঘোষণা করা হয়। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এআইএফএফের শৃঙ্খলা রক্ষা কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব গঙ্গার। তাঁর কমিটি জানিয়ে দেয় তাদের আইনের ৭০ নম্বর ধারাতে যে যে কারণে প্রতিবাদ দেখানো যেতে পারে সেইসব কারণের কোনটার মধ্যে পড়ছিল না কেরলের প্রতিবাদ। ফলে তাদের প্রতিবাদের বিষয়টি পত্রপাঠ খারিজ হয়ে যায়। ৩ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। সেই টুর্নামেন্টে কেরল ব্লাস্টার্স আদৌ খেলতে পারবে কিনা এবার সেই বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে এই শৃঙ্খলা রক্ষা কমিটিতে।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।