১৯৩২ সাল থেকে ২০২৩ পর্যন্ত ৯১ বছরের ইতিহাসে ভারত টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সব পারফর্ম্যান্স উপহার দিয়েছে। তবে গত নয় দশকে যা কখনও ঘটেনি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে ঠিক তেমনই এক নজির গড়ে টিম ইন্ডিয়া।
টেস্ট ক্রিকেটে বড় রানের দলগত ইনিংস গড়ার মূল মন্ত্রই হল পার্টনারশিপ। আমদাবাদ টেস্টে ঠিক সেটাই করে দেখায় ভারত। প্রথম থেকে ষষ্ঠ উইকেট পর্যন্ত ভারত প্রতিটি জুটিতে অন্তত ৫০ রান যোগ করে। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা।
আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারতের পার্টনারশিপ:-
১. প্রথম উইকেটের জুটিতে রোহিত ও গিল ৭৪ রান সংগ্রহ করেন।
২. দ্বিতীয় উইকেটের জুটিতে গিল ও পূজারা ১১৩ রান যোগ করেন।
৩. তৃতীয় উইকেটের জুটিতে গিল ও কোহলি ৫৮ রান যোগ করেন।
৪. চতুর্থ উইকেটের জুটিতে কোহলি ও জাদেজা ৬৪ রান যোগ করেন।
৫. পঞ্চম উইকেটের জুটিতে কোহলি ও ভরত ৮৪ রান যোগ করেন।
৬. ষষ্ঠ উইকেটের জুটিতে কোহলি ও অক্ষর ১৬২ রান যোগ করেন।
⦾- IND vs AUS: ৪০ বছর আগের গাভাসকরকে মনে করালেন কোহলি, একসঙ্গে এত মিল চমকে দেবে নিশ্চিত
উল্লেখযোগ্য বিষয় হল, ৬টি জুটিতেই ব্যাটসম্যানরা অন্তত ১০০ বলের মোকাবিলা করেন। প্রথম উইকেটের জুটিতে গিল-রোহিত দু’জনে মিলে ১২৬টি বল খেলেন। দ্বিতীয় উইকেটের জুটিতে গিল-পূজারা খেলেন ২৪৮টি বল। তৃতীয় উইকেটের জুটিতে গিল-কোহলি খেলেন ১০০টি বল। চতুর্থ উইকেটের জুটিতে কোহলি-জাদেজা খেলেন ১৭০টি বল। পঞ্চম উইকেটের জুটিতে কোহলি-ভরত খেলেন ১৮০টি বল। ষষ্ঠ উইকেটের জুটিতে কোহলি-অক্ষর খেলেন ২১৫টি বল।
সুতরাং, ইনিংসে সব থেকে বড় ১৬২ রানের পার্টনারশিপ হয় কোহলি ও অক্ষরের মধ্যে। এই পার্টনারশিপে কোহলির অবদান ছিল ১০২ বলে ৭৯ রানের। অক্ষরের অবদান ৭৯ রান।
⦾- IND vs AUS: অবশেষে শাপমুক্তি, ৩ বছর পরে টেস্ট সেঞ্চুরি কোহলির, টপকালেন বর্ডারদের
শেষ তিনটি পার্টনারশিপ অবশ্য বলার মতো হয়নি। সপ্তম উইকেটের জুটিতে কোহলি-অশ্বিন ২১ বলে ১৩ রান যোগ করেন। অষ্টম উইকেটের জুটিতে কোহলি-উমেশ ৩ বলে ১ রান যোগ করেন। নবম উইকেটের জুটিতে কোহলি-শামি ১৩ বলে ২ রান যোগ করেন। প্রথম ইনিংসের মোট ৭টি পার্টনারশিপে কোহলি যুক্ত ছিলেন। শ্রেয়স আইয়ার ব্যাট করতে না নামায় দশম উইকেটের পার্টনারশিপ দেখা যায়নি।
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।