হাফ-সেঞ্চুরির পরে কোহলি। ছবি- বিসিসিআই। Updated: 11 Mar 2023, 08:31 AM IST Abhisake Koley
India vs Australia 4th Test Day 3 Live Score: সেট হয়েও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন রোহিত শর্মা। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন চেতেশ্বর। দুর্দান্ত শতরান করে সাজঘরে ফেরেন শুভমন গিল।
বহু চেষ্টা করেও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে সস্তায় গুটিয়ে দেওয়া যায়নি। আমদাবাদ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতের সামনে সুযোগ রয়েছে ব্যাট হাতে পালটা দেওয়ার। তৃতীয় দিনে জমাট ব্যাটিংয়ে লড়াইয়ে টিকে থাকে টিম ইন্ডিয়া। বিপর্যয়ের মুখে পড়লে রোহিত শর্মারা যে ক্রমশ কোণঠাসা হয়ে পড়তেন, সে বিষয়ে কোনও সন্দেহ ছিল না। আপাতত দেখার যে, ভারত প্রথম ইনিংসে কত রান সংগ্রহ করতে সক্ষম হয়।
11 Mar 2023, 05:04:59 PM IST
তৃতীয় দিনের খেলা শেষ
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তোলে। টিম ইন্ডিয়া সাকুল্যে ৯৯ ওভার ব্যাট করেছে। বিরাট কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ১২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা ৫৪ বলে ১৬ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি ছক্কা মারেন। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে ভারত আপাতত পিছিয়ে ১৯১ রানে। নাথান লিয়ন ৭৫ রানে ১ উইকেট নিয়েছেন। ম্যাথিউ কুনম্যান ৪৩ রানে ১টি উইকেট দখল করেছেন। ৪৫ রানে ১টি উইকেট নিয়েছেন টড মার্ফি।
11 Mar 2023, 04:52:49 PM IST
ফলো-অন এড়াল ভারত
৯৬তম ওভারে কুনম্যানের বলে ১টি ছক্কা মারেন রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২৮২ রানে। ভারত আপাতত ১৯৮ রানে পিছিয়ে। সুতরাং, ফলো-এন এড়িয়ে গেল টিম ইন্ডিয়া। কোহলি ৫৫ ও জাদেজা ১৩ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 04:47:00 PM IST
দ্বিতীয় নতুন বল নিল অস্ট্রেলিয়া
৯৪ ওভার খেলা হওয়ার পরে দ্বিতীয় নতুন বল নেয় অস্ট্রেলিয়া। বোলিংয়ে আসেন মিচেল স্টার্ক। ৯৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৩ রান। কোহলি ৫৩ ও জাদেজা ৬ রানে ব্যাট করছেন। ভারত আপাতত পিছিয়ে রয়েছে ২০৭ রানে।
11 Mar 2023, 04:35:50 PM IST
কোহলির হাফ-সেঞ্চুরি
৫টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৯৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৬৯ রান। বিরাট ৫১ রানে ব্যাট করছেন। জাদেজা করেছেন ৫ রান।
11 Mar 2023, 04:26:36 PM IST
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় কোহলি
৯০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৬২ রান। কোহলি ৯৯ বলে ৪৫ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। জাদেজা ২৯ বলে ৪ রান করেছেন।
11 Mar 2023, 04:09:22 PM IST
দিনের শেষবেলায় উইকেট খোয়াতে চায় না ভারত
জাদেজাকে সঙ্গে নিয়ে সতর্ক ব্যাটিং কোহলির। ৮৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২৫৮ রান। ৪২ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। রবীন্দ্র জাদেজা ৩ রানে অপরাজিত রয়েছেন। ভারত আপাতত অস্ট্রেলিয়ার থেকে ২২২ রানে পিছিয়ে রয়েছে।
11 Mar 2023, 03:56:06 PM IST
২৫০ ছুঁল ভারত
৮২তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। ভারতের স্কোর ৩ উইকেটে ২৫০ রান। বিরাট কোহলি ৬৯ বলে ৩৫ রান করেছেন। ২ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।
11 Mar 2023, 03:39:42 PM IST
শুভমন গিল আউট
৭৮.৪ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গিল। তিনি ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩৫ বলে ১২৮ রান করে মাঠ ছাড়েন। ভারত ২৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
11 Mar 2023, 03:33:11 PM IST
৫০ রানের পার্টনারশিপ গিল-কোহলির
শুভমন গিলকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন বিরাট কোহলি। ৭৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৪৩ রান। শুভমন গিল ১২৭ রানে ব্যাট করছেন। ৩১ রানে নট-আউট রয়েছেন বিরাট কোহলি। গিল ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৪টি চার মেরেছেন কোহলি।
11 Mar 2023, 03:10:57 PM IST
জোড়া বাউন্ডারি কোহলির
৭৩তম ওভারে মিচেল স্টার্কের বলে জোড়া বাউন্ডারি মারেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২২২ রান। কোহলি ১৭ ও গিল ১২০ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 02:53:24 PM IST
২০০ টপকাল ভারত
৬৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২০৩ রান। গিল ২১১ বলে ১১১ রান করেছেন। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। বিরাট কোহলি ২৬ বলে ৭ রান করেছেন। আপাতত অস্ট্রেলিয়ার থেকে ২৭৭ রানে পিছিয়ে রয়েছে ভারত।
11 Mar 2023, 02:41:48 PM IST
খাতা খুললেন কোহলি
চায়ের বিরতির পরে মার্ফির প্রথম ওভারে ১ রান সংগ্রহ করেন গিল। ৬৪.৬ ওভারে লিয়নের বলে ১ রান নিয়ে খাতা খোলেন বিরাট কোহলি। ৬৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯১ রান। কোহলি ১২ বলে ১ রান করেছেন। গিল ১০৫ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 02:14:51 PM IST
চায়ের বিরতি
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলেছে। শুভমন গিল ১৯৭ বলে ১০৩ রান করেছেন। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। বিরাট কোহলি ৪ বল খেলেও এখনও খাতা খুলতে পারেননি। ভারত আপাতত পিছিয়ে রয়েছে ২৯২ রানে।
11 Mar 2023, 02:08:56 PM IST
সাজঘরে ফিরলেন পূজারা
৬১.৬ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। পূজারা ৩টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন। ভারত দলগত ১৮৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
11 Mar 2023, 02:04:29 PM IST
শতরান গিলের
১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ৬১.২ ওভারে মার্ফির বলে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান গিল। শুভমনের টেস্ট কেরিয়ারের এটি দ্বিতীয় শতরান।
11 Mar 2023, 01:51:39 PM IST
শতরানের দোরগোড়ায় গিল
৫৭তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে জোড়া বাউন্ডারি মারেন শুভমন গিল। ওভারে মোট ১২ রান ওঠে। ৫৮তম ওভারে মার্ফিকে ১টি চার মারেন পূজারা। ৫৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭৫ রান। গিল ৯১ ও পূজারা ৪১ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 01:37:37 PM IST
তাড়াহুড়োয় নেই ভারত
ধীরে সুস্থে দলের ইনিংসকে টেনে নিয়ে যাওয়াই লক্ষ্য দুই ভারতীয় ব্যাটসম্যানের। তাই ব্যাট হাতে কোনওরকম তাড়াহুড়ো করছেন না শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। ৫৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ১৫৮ রান। গিল ৭৯ ও পূজারা ৩৬ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 01:08:34 PM IST
১৫০ টপকাল ভারত
৫০তম ওভারে ভারত প্রথম ইনিংসে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৫২ রান। শুভমন গিল ১৫৭ বলে ৭৬ রান করেছেন। ৮৬ বলে ৩৪ রান করেছেন চেতেশ্বর পূজারা। ভারত পিছিয়ে রয়েছে ৩২৮ রানে।
11 Mar 2023, 12:36:31 PM IST
বড় রানের ইঙ্গিত গিলের ব্যাটে
৪৩ ওভারে শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৪৩ রান। শুভমন গিল ১৩৬ বলে ৭৩ রান করেছেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ৬৫ বলে ২৮ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ভারত আপাতত ৩৩৭ রানে পিছিয়ে রয়েছে।
11 Mar 2023, 12:17:30 PM IST
লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের পরে দিনের দ্বিতীয় সেশনের প্রথম ওভারে বল করতে আসেন নাথান লিয়ন। প্রথম বলেই ১ রান নেন শুভমন গিল। ৩৮ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ১৩০ রান।
11 Mar 2023, 11:35:12 AM IST
মধ্যাহ্নভোজের বিরতি
অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১২৯ রান তুলেছে। তারা সাকুল্যে ৩৭ ওভার ব্যাট করেছে। শুভমন গিল ১১৯ বলে ৬৫ রান করে ব্যাট করছেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ৪৬ বলে ২২ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। গিল ও পূজারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে ৫৫ রানের পার্টনারশিপ গড়েছেন। ভারত আপাতত অস্ট্রেলিয়ার থেকে ৩৫১ রানে পিছিয়ে রয়েছে।
11 Mar 2023, 11:16:41 AM IST
জমাট জুটি গিল-পূজারার
৩৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ১১৩ রান। শুভমন গিল ১০৫ বলে ৫৯ রান করেছেন। চেতেশ্বর পূজারা ৩৬ বলে ১৬ রান করেছেন।
11 Mar 2023, 10:54:47 AM IST
হাফ-সেঞ্চুরি গিলের
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ২৯ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ১০০ রান। গিল ৫১ ও পূজারা ১২ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 10:42:37 AM IST
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় গিল
২৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ৮৪ রান। শুভমন গিল ৮১ বলে ৪৩ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ৪ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 10:18:03 AM IST
রোহিত শর্মা আউট
২০.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে মার্নাস ল্যাবুশানের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। বোলারের কতৃত্বে নয়, ভারত অধিনায়ক সাজঘরে ফেরেন ভুল শট খেলে। ৫৮ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন রোহিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত ৭৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা।
11 Mar 2023, 10:06:20 AM IST
রিভিউ খোয়াল অস্ট্রেলিয়া
১৭.৩ ওভারে লিয়নের বলে গিলের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। তবে তিন মিটারের থেকে বেশি দূরে বল গিলের প্যাডে লাগে। তাছাড়া ইমপ্যাক্টও ছিল স্টাম্প লাইনের বাইরে। তাই নট-আউট ঘোষিত হন গিল। রিভিউ খোয়ায় অস্ট্রেলিয়া। ১৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭০ রান। গিল ৩৭ ও রোহিত ৩২ রানে ব্যাট করছেন।
11 Mar 2023, 09:55:11 AM IST
স্টার্ককে ছক্কা হাঁকালেন রোহিত
১৫তম ওভারে মিচেল স্টার্কের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহে রয়েছে বিনা উইকেটে ৬৪ রান। রোহিত ৪৪ বলে ৩০ রান করেছেন। ৪৬ বলে ৩৩ রান করেছেন শুভমন গিল।
11 Mar 2023, 09:41:44 AM IST
স্টার্ককে জোড়া বাউন্ডারি গিলের, ৫০ টপকাল ভারত
১৩তম ওভারে মিচেল স্টার্কের দ্বিতীয় ও পঞ্চম বলে ২টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। গিল ৪২ বলে ৩২ রান করেছেন। তিনি ৩টি চার ওম ১টি ছক্কা মেরেছেন। রোহিত ৩৬ বলে ১৯ রান করেছেন।
11 Mar 2023, 09:38:09 AM IST
শুরুতেই স্পিন আক্রমণ
একপ্রান্ত দিয়ে স্টার্ককে বল করানোর পাশাপাশি অপর প্রান্ত দিয়ে অস্ট্রেলিয়া বোলিং আক্রমণে আনে নাথান লিয়নকে। নাথান নিজের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি।
11 Mar 2023, 09:35:28 AM IST
তৃতীয় দিনের খেলা শুরু
গিলকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলে ১ রান নিয়ে স্কোর বোর্ড চালু করেন রোহিত। পঞ্চম বলে ১ রান নেন গিল। দিনের প্রথম ওভারে ২ রান ওঠে। ১১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৮ রান।
11 Mar 2023, 09:11:03 AM IST
পিচ ভাঙেনি এখনও
দু’দিন খেলা হলেও আমদাবাদের পিচ এখনও ভাঙেনি। তবে বোলারদের ফুটমার্ক তৈরি হয়েছে কয়েকটা। তৃতীয় দিনে এই পিচে রান তোলা মুশকিল হবে না বলেই দাবি সঞ্জয় মঞ্চরেকর-দীপ দাশগুপ্তদের।
11 Mar 2023, 08:58:56 AM IST
চাপ থাকবে গিলের উপর
আগ্রাসী ব্যাট করতে পছন্দ করেন। সেভাবে ব্যাট করেই সাফল্য পেয়েছেন এতদিন। তবে ইন্দোর টেস্টে অবিবেচকের মতো শট খেলতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন শুভমন। তাই আমদাবাদ টেস্টে তাঁর উপর বড় রানের ইনিংস খেলার চাপ থাকবে সন্দেহ নেই। কেননা লোকেশ রাহুলকে যে তাঁর জন্য রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে, এই বিষয়টাই মন থেকে ঝেড়ে ফেলা মুশকিল হবে শুভমনের পক্ষে।
11 Mar 2023, 08:31:45 AM IST
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৮০ রানে। তারা সাকুল্য়ে ১৬৭.২ ওভার ব্যাট করে। উসমান খোয়াজা ১৮০ ও ক্যামেরন গ্রিন ১১৪ রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন ৯১ রানে ৬টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে। তারা ১০ ওভার ব্যাট করে। রোহিত শর্মা ১৭ ও শুভমন গিল ১৮ রানে নট-আউট থাকেন।
11 Mar 2023, 08:31:45 AM IST
প্রথম দিনের স্কোর
আমদাবাদ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। উসমান খোয়াজা ১০৪ রানে নট-আউট থাকেন। ৪৯ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন।
Topics বন্ধ করুন
আপনার মতামত আমাদের জানানোর জন্য ধন্যবাদ।
আপনার সাহায্য নিয়েই আমরা আপনাকে আরও ভালো পরিষেবা দিতে চাই।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।