দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন যশস্বী (ছবি-টুইটার বিসিসিআই) Updated: 04 Mar 2023, 09:49 AM IST Sanjib Halder
শেষ হল চতুর্থ দিনের খেলা। খারাপ আলোর জন্য আগেই শেষ করা হল চতুর্থ দিনের খেলা। দিনের খেলার শেষ হওয়া পর্যন্ত মধ্যপ্রদেশে স্কোর বোর্ডে তুলল ৮১/২ রান। এখনও পর্যন্ত ৩৫৬ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। এদিন শতরান করেছেন ROI-র ব্যাটার যশস্বী, অন্যদিকে অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন MP-র অধিনায়ক হিমাংশু মন্ত্রী। এখন দেখার ম্যাচের শেষ দিনে কী হয়?
চতুর্থ দিনের খেলার শেষ হওয়া পর্যন্ত মধ্যপ্রদেশে স্কোর বোর্ডে তুলল ৮১/২ রান। এখনও পর্যন্ত ৩৫৬ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 04:58:45 PM IST
শেষ চতুর্থ দিনের খেলা
শেষ হল চতুর্থ দিনের খেলা। খারাপ আলোর জন্য আগেই শেষ করা হল চতুর্থ দিনের খেলা। দিনের খেলার শেষ হওয়া পর্যন্ত মধ্যপ্রদেশে স্কোর বোর্ডে তুলল ৮১/২ রান। এখনও পর্যন্ত ৩৫৬ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। এদিন শতরান করেছেন ROI-র ব্যাটার যশস্বী, অন্যদিকে অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন MP-র অধিনায়ক হিমাংশু মন্ত্রী। এখন দেখার ম্যাচের শেষ দিনে কী হয়?
04 Mar 2023, 04:47:36 PM IST
হিমাংশুর পঞ্চাশ
দ্বিতীয় ইনিংসে নিজের অর্ধশতরান করলেন মধ্যপ্রদেশের অধিনায়ক হিমাংশু মন্ত্রী। ৭৬ বলে ৫০ রান করলেন তিনি।
04 Mar 2023, 04:45:39 PM IST
৭৫/২ তুলল মধ্যপ্রদেশ
২৬ ওভারে ৭৫ রান তুলল মধ্যপ্রদেশ। ৭৪ বলে ৪৮ রান করে খেলছেন হিমাংশু মন্ত্রী। হর্ষ গাওলি ১২ রান করে ক্রিজে রয়েছেন। এখনও ৩৬২ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 04:09:35 PM IST
MP-র দ্বিতীয় উইকেটের পতন
৫১ রানের মাথায় নিজেদের দ্বিতীয় উইকেট হারাল মধ্যপ্রদেশ। শুভমকে ফেরালেন সৌরভ কুমার।
04 Mar 2023, 03:58:44 PM IST
১৫ ওভারে MP স্কোর ৪২/১
১৫ ওভারের শেষে ৪২/১ রান তুলল মধ্যপ্রদেশ। দিনের শুরুতে মুকেশ কুমার উইকেট পেলেও দ্বিতীয় উইকেটের স্বাদ এখনও ROI পায়নি। হিমাংশু মন্ত্রী ৪০ বলে ২৮ রান করে খেলছেন এবং শুভম এস শর্মা ৪৮ বলে ১৩ রান করে ক্রিজে রয়েছেন।
04 Mar 2023, 02:43:56 PM IST
প্রথমেই উইকেট নিল মুকেশ কুমার
আরহাম আকিলকে LBW আউট করলেন মুকেশ কুমার। শূন্য রানেই আকিল আউট হলেন।
04 Mar 2023, 02:17:46 PM IST
২৪৬ শেষ ROI এর দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান তুলল অবশিষ্ট ভারত। যশস্বী জসওয়াল ১৫৭ বলে ১৪৪ রান করে জৈনের বলে বোল্ড হন। এরপরে সে ভাবে কোনও ব্যাটারই ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। এরফলে মায়াঙ্করা ৪৩৬ রানে এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশকে ম্যাচ জিততে হলে ৪৩৭ রান করতে হবে।
04 Mar 2023, 02:14:41 PM IST
নবম উইকেটের পতন
আউট হলেন নভদীপ সাইনি। ২১ বল খেলে নিজের খাতা খুলতে পারলেন না নভদীপ। শূন্য রানে তাঁকে সাজঘরে ফেরালেন শুভম শর্মা। এই মুহূর্তে ৪৩৬ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 01:44:00 PM IST
১৪৪ করে আউট যশস্বী
১৫৭ বলে ১৪৪ রান করে জৈনের বলে বোল্ড হলেন যশস্বী জসওয়াল। এই ইনিংসে ১৬টি চার ও তিনটি ছক্কা মারলেন যশস্বী জসওয়াল। ৬২.৬ ওভারে ২৩৯ রানে আট উইকেট হারাল অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 01:34:24 PM IST
৪২৫ রানের লিড নিল ROI
১৪১ রানে ব্যাট করছেন যশস্বী জসওয়াল। ৬২ ওভার শেষে অবশিষ্ট বারত তুলেছে ২৩৫/৭ রান। এর ফলে এখন ৪২৫ রানে এগিয়ে গিয়েছে ROI, পুলকিত নারাঙ্গ ১০ রান করে যশস্বীকে সঙ্গ দিচ্ছেন।
04 Mar 2023, 01:11:18 PM IST
চারশো রানের লিড নিল ROI
ইতিমধ্যেই চারশো রানের লিড নিল অবশিষ্ট ভারত। ৫৫ ওভার শেষে ২২০/৭ রান করেছে ROI. যশস্বী ১৩৭ রান করে ক্রিজে রয়েছেন, পুলকিত নারাঙ্গ পাঁচ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন।
04 Mar 2023, 12:47:13 PM IST
শুরু লাঞ্চের পরের খেলা
দিনের প্রথম সেশনটা মধ্যপ্রদেশের হলেও এখন দেখার দ্বিতীয় সেশনটা কাদের পক্ষে যায়। কত রানের লিড নেয় অবশিষ্ট ভারত সেটাই এখন দেখার।
04 Mar 2023, 12:04:28 PM IST
লাঞ্চ বিরতি
ROI এর দ্বিতীয় ইনিংসের ৪৯ ওভারের পরে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির ঘোষণা। এখনও ৩৯১ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। ১২১ রান করে ক্রিজে রয়েছেন যশস্বী।
04 Mar 2023, 11:53:28 AM IST
২০০ টপকাল অবশিষ্ট ভারত
একটা সময়ে ১০৮ রানের মধ্যে চার উইকেট হারিয়েছিল অবশিষ্ট ভারত। এখনও পর্যন্ত ২০০ টপকাল তারা। ১২১ রানের ইনিংস খেলেছেন যশস্বী জসওয়াল।
04 Mar 2023, 11:46:00 AM IST
সপ্তম উইকেটের পতন
সৌরভ কুমার রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন। ১৯৬ রানে সাত নম্বর উইকেট হারাল অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 11:34:54 AM IST
৬ উইকেটের পতন
১৮৩ রানে ৬ নম্বর উইকেট হারাল অবশিষ্ট ভারত। অতীত শেঠি রান আউট হলেন। ৩০ রান করে রান আউট হলেন অতীত। ৩৭৩ রানে এগিয়ে রয়েছে ROI.
04 Mar 2023, 11:26:59 AM IST
যশস্বীর শতরান
প্রথম ইনিংসে দ্বিশতরানের পরে দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন যশস্বী জসওয়াল। ১০২ বলে ১০১ রান করলেন যশস্বী। এর পাশাপাশি অতীতের সঙ্গে জুটিতে ৫০ রান করলেন তিনি।
04 Mar 2023, 11:26:59 AM IST
দ্বিতীয় ইনিংসে ১৫০ টপকাল ROI
ম্যাচের ৩৪তম ওভারে ১৫০ রান টপকাল অবশিষ্ট ভারত। যশস্বী জসওয়াল ৮৭ রান করে ক্রিজে রয়েছেন। অতীত শেঠ ১৭ রান করে খেলছেন।
04 Mar 2023, 10:30:11 AM IST
আবার আউট
১২২ রানের মধ্যে ৫ উইকেট হারাল অবশিষ্ট ভারত। উপেন্দ্র যাদব ১৩ রান করে সাজঘরে ফিরলেন। অঙ্কিতের বলে LBW হলেন তিনি। এখন ৩০০ রানের লিড নিয়েছে অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 10:15:58 AM IST
আউট যশ ধুল
বাবা ইন্দ্রজিত ফিরতেই আউট হলেন যশ ধুল। শূন্য রান করে অঙ্কিতের বলে হর্ষ গাউলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ধুল। ১০৮ রানে চার উইকেট হারাল অবশিষ্ট ভারত।
04 Mar 2023, 10:13:03 AM IST
ROI-এর তৃতীয় উইকেটের পতন
ফের উইকেট শিকার করলেন আবেশ খান। এবার বাবা ইন্দ্রজিতকে ফেরালেন। শূন্য রান করে LBW আউট হয়ে সাজঘরে ফিরলেন বাবা ইন্দ্রজিত। অবশিষ্ট ভারতের স্কোর ১০৭/৩ রান।
04 Mar 2023, 10:03:52 AM IST
আউট অভিমন্যু ঈশ্বরন
৬৩ বলে ২৮ রান করে আবেশ খানের বলে বোল্ড হন অভিমন্যু ঈশ্বরন। অবশিষ্ট ভারতের রান যখন ১০৩ তখন নিজ্দের দ্বিতীয় উইকেট হারায় ROI.
04 Mar 2023, 09:49:37 AM IST
নমস্কার, HT বাংলার লাইভে আপনাকে স্বাগত
ফের একবার ইনিংসের হাল ধরেছেন অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল। অভিমন্যু ৫১ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন, ৫৩ বলে ৫৮ করে খেলছেন যশস্বী। তৃতীয় দিনের শেষে ১৮ ওভারে অবশিষ্ট ভারতের স্কোর ৮৫/১ রান। এখনও পর্যন্ত ২৭৫ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
Topics বন্ধ করুন
আপনার মতামত আমাদের জানানোর জন্য ধন্যবাদ।
আপনার সাহায্য নিয়েই আমরা আপনাকে আরও ভালো পরিষেবা দিতে চাই।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।