অর্ধশতরান করলেন গৌতম গম্ভীর (ছবি-টুইটার) Updated: 11 Mar 2023, 07:10 PM IST Sanjib Halder
লিজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচটি দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টসদের মধ্যে খেলা হল। এই ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারত মহারাজাস মাত্র ২ রানে হারল। প্রথম ম্যাচে এশিয়া লায়ন্সের বিরুদ্ধে ৯ রানের ক্লোস পরাজয়ের পরে আবারও মাত্র ২ রানে হারল গম্ভীরের দল।
দ্বিতীয় ম্যাচে হারল গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস। মাত্র ২ রানে জিতল অ্যারন ফিঞ্চের ওয়ার্ল্ড জায়ান্টস।
11 Mar 2023, 11:38:04 PM IST
২ রানে হারল ইন্ডিয়া মহারাজাস
মাত্র দুই রানে হারল ইন্ডিয়া মহারাজাস। শেষ ওভারে ৮ রান দরকার ছিল কিন্তু সেটা করতে পারল না ইন্ডিয়া মহারাজাস। এর ফলে টানা দ্বিতীয় ম্যাচে হারল ইন্ডিয়া মহারাজাস। অন্যদিকে জয় দিয়ে অভিযান শুরু করল অ্যারন ফিঞ্চের ওয়ার্ল্ড জায়ান্টস।
11 Mar 2023, 11:32:22 PM IST
আউট হলেন বিনি
স্টুয়ার্ট বিনিকে আউট করলেন ব্রেট লি। ২ রান করে সাজঘরে ফিরলেন বিনি। জিততে হলে ইন্ডিয়া মহারাজাস-এর দরকার ৩ বলে ৭ রান।
11 Mar 2023, 11:28:51 PM IST
৬ বলে দরকার ৮ রান
টুর্নামেন্টের প্রথম জয় পেতে হলে ইন্ডিয়া মহারাজাস-এর ৬ বলে দরকার ৮ রান। ব্যাট করছেন কাইফ-বিনি। বল হাতে ব্রেট লি।
11 Mar 2023, 11:23:09 PM IST
অসাধারণ ক্যাচ নিলেন পাওয়াল
অসাধারণ ক্যাচ নিয়ে ইউসুফ পাঠানকে সাজঘরে ফেরালেন পাওয়াল। এই ক্যাচ ভুলতে পারবেন না দর্শকরা। সুপারম্যান ক্য়াচ হিসাবে বর্ণনা করছেন সকলে। এই ক্যাচ নেওয়ার পরে চাপে পড়ে গেছে ইন্ডিয়া মহারাজাস। এই ক্যাচকে টুর্নামেন্ট অফ দ্য ক্যাচও বলা হচ্ছে।
11 Mar 2023, 11:15:18 PM IST
১৬ ওভারে ইন্ডিয়া মহারাজাস স্কোর ১৪০/৩ রান
১৬ ওভার শেষে ইন্ডিয়া মহারাজাস স্কোর ১৪০/৩ রান। এই ম্যাচ জিততে হলে ইন্ডিয়া মহারাজাস-এর দরকার ২৪ বলে ২৭ রান। ক্রিজে রয়েছেন মহম্মদ কাইফ ও ইউসুফ পাঠান।
11 Mar 2023, 11:09:15 PM IST
১৩৪ রানে ৩ উইকেট হারাল ইন্ডিয়া মহারাজাস
৬৮ রান করে আউট হলেন গৌতম গম্ভীর। মাত্র ৪১ বলে ৬৮ রান করেন তিনি। এদিনের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা মারেন তিনি। ভারতকে জিততে হলে ২৯ বলে ৩৩ রান করতে হবে।
11 Mar 2023, 11:05:42 PM IST
১৯ রান করে আউট রায়না
১৬ বলে ১৯ রান করে এমপোফুর বলে বোল্ড হলেন সুরেশ রায়না। ১৪.২ ওভারে ইন্ডিয়া মহারাজাস-এর স্কোর ১৩০/২ রান। ম্যাচ জিততে গম্ভীরদের দরকার ৩৪ বলে ৩৭ রান।
11 Mar 2023, 10:48:16 PM IST
১০ ওভারে ইন্ডিয়া মহারাজাস স্কোর ১০০/১ রান
১০ ওভারে ইন্ডিয়া মহারাজাস স্কোর ১০০/১ রান। রবিন উথাপ্পা ২১ বলে ২৯ রান করে আউট হয়েছেন। গৌতম গম্ভীর ৩০ বলে ৫৩ রান অপরাজিত রয়েছেন। মুরলী বিজয় ৯ বলে ১১ রান করে রিটায়ার্ড হার্ট হন। সুরেশ রায়না ২ বলে ৫ রান করে ক্রিজে রয়েছেন।
11 Mar 2023, 10:45:39 PM IST
চার মেরে অর্ধশতরান করলেন গম্ভীর
চার মেরে অর্ধশতরান করলেন গৌতম গম্ভীর। ২৯ বলে ৫৩ রান করেছেন ইন্ডিয়া মহারাজাস অধিনায়ক।
11 Mar 2023, 10:29:46 PM IST
আউট উথাপ্পা
২৯ রান করে সাজঘরে ফিরলেন উথাপ্পা। পাওয়ার প্লের পরেই পাওয়াল বল করত আসেন এবং উথাপ্পার উইকেট তুলে নেন।
11 Mar 2023, 10:26:03 PM IST
শেষ হল পাওয়ার প্লে
পাওয়ার প্লে নিজেদের নামে করল ইন্ডিয়া মহারাজাস। ৬ ওভারে শেষে ৬৫ তুলল গম্ভীররা। রবিন উথাপ্পা ১৯ বলে ২৯ রান করলেন, গম্ভির ১৭ বলে ৩৩ রান করলেন।
11 Mar 2023, 09:59:39 PM IST
ব্রেট লির সামনে উথাপ্পা-গম্ভীর
১৬৭ রান তাড়া করতে নামল ইন্ডিয়া মহারাজাস। ওয়ার্ল্ড জায়ান্টসের বোলিং ইনিংস শুরু করলেন ব্রেট লি। ইন্ডিয়া মহারাজাস হয়ে ইনিংস শুরু করলেন উথাপ্পা-গম্ভীর।
11 Mar 2023, 09:47:26 PM IST
২০ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টস তুলল ১৬৬/৮
২০ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টস তুলল ১৬৬/৮ রান। ইন্ডিয়া মহারাজাসের সামনে ১৬৭ রানে লক্ষ্য। এখন দেখার ব্রেট লির গতির সামনে গম্ভীররা কী করেন?
11 Mar 2023, 09:44:27 PM IST
সপ্তম উইকেটের পতন
উইকেট নিলেন অশোক দিন্দা। ক্রিস মপুফুকে রান আউট করলেন দিন্দা।
11 Mar 2023, 09:30:07 PM IST
চতুর্থ উইকেট শিকার করলেন ভাজ্জি
মোর্নেকে সাজঘরে ফেরালেন হরভজন সিং। কেউ যখন বুঝতে পারেননি যে এটি আউট ছিল কিনা সেই সময়ে রিভিউ নেন গম্ভীর। সেখানেই দেখা যায় উইকেট পেয়েছেন হরভজন সিং।
11 Mar 2023, 09:20:31 PM IST
ম্যাচে তৃতীয় উইকেট শিকার করলেন ভাজ্জি
হরভজন সিং এদিনের ম্য়াচে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন হরভজন সিং। গেইল, কেভিনের পরে ফেরালেন রস টেলরকে। কিউয়ি তারকাকে LBW আউট করেন তিনি। ১৫.৩ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ১৩৬/৬ রান।
11 Mar 2023, 09:16:55 PM IST
কাইফের দুরন্ত ক্যাচ
ওয়ার্ল্ড জায়ান্টস তাদের পঞ্চম উইকেট হারাল। কেভিন ওবরায়ানের উইকেট নিলেন হরভজন সিং। ১৫.১ ওভারে ১৩৫ রানে পাঁচ উইকেট হারাল ওয়ার্ল্ড জায়ান্টস।
11 Mar 2023, 09:08:35 PM IST
আউট কালিস
ইরফান পাঠানের বলে মহম্মদ কাইফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন জ্যাক কালিস। ১২ বলে ৮ রান করলেন তিনি। ১৩.৩ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ১৩১/৪ রান।
11 Mar 2023, 09:03:56 PM IST
আউট শেন ওয়াটসন
৫৫ রান করে আউট হলেন শেন ওয়াটসন। ম্যাচে দ্বিতীয় উইকেট শিকার করলেন তাম্বে।
11 Mar 2023, 09:01:04 PM IST
ওয়াটসনের পঞ্চাশ
ফিঞ্চের পরে ওয়াটসন। এবার ছক্কা মেরে অর্ধশতরান সম্পূর্ণ করলেন ওয়াটসন।
11 Mar 2023, 08:58:30 PM IST
১১ ওভার ওয়ার্ল্ড জায়ান্টস স্কোর ১০৯/২
বড় স্কোরের দিকে এগিয়ে চলেছে ওয়ার্ল্ড জায়ান্টস। ইতিমধ্যেই ১১ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টস স্কোর ১০৯/২ রান। ক্রিজে রয়েছেন শেন ওয়াটসন ও জ্যাক কালিস।
11 Mar 2023, 08:47:19 PM IST
আউট ফিঞ্চ
দুরন্ত ব্যাটিং করার পরে তাম্বের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩১ বলে ৫৩ রান করে উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফিঞ্চ। ৯ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৯৫/২ রান।
11 Mar 2023, 08:36:02 PM IST
ফিঞ্চের অর্ধশতরান
মাত্র ২৬ বলে অর্ধশতরান করলেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সাতটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। ৭ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৮২/১ রান।
11 Mar 2023, 08:24:52 PM IST
ঝড় তুলেছেন ফিঞ্চ-ওয়াটসন
ক্রিস গেইল আউট হয়ে যাওয়ার পরে ব্যাট হাতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার দুই তারকা। অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসন বাউন্ডারির ঝড় তুলেছেন। পাঁচ ওভারের শেষে ওয়ার্ল্ড জায়ান্টস স্কোর ৫২/১ রান।
11 Mar 2023, 08:13:38 PM IST
গেইলকে বোল্ড করলেন হরভজন
মাত্র চার করে সাজঘরে ফিরলেন ক্রিস গেইল। হরভজন সিং-এর বলে বোল্ড হলেন গেইল। ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৭/১ রান।
11 Mar 2023, 08:09:53 PM IST
২ ওভার ওয়ার্ল্ড জায়ান্টস স্কোর ৫/০
২ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টস স্কোর ৫/০ রান। ইরফান পাঠান ও অশোক দিন্দা প্রথম দুই ওভার করেন। তৃতীয় ওভার বল করতে আসেন হরভজন সিং।
11 Mar 2023, 08:00:41 PM IST
ক্রিস গেইল বনাম হরভজন সিং
ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে ওপেন করতে নামছেন ক্রিস গেইল ও অ্যারন ফিঞ্চ। বল হাতে ইরফান পাঠান।
11 Mar 2023, 07:28:37 PM IST
টস জিতল ওয়ার্ল্ড জায়ান্টস
এদিনের ম্য়াচের টস জিতল অ্যারন ফিঞ্চের ওয়ার্ল্ড জায়ান্টস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়ার্ল্ড জায়ান্টস। ফলে প্রথমে ফিল্ডিং করতে নামবে গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস।
11 Mar 2023, 07:10:19 PM IST
HT বাংলার লাইভে স্বাগত
লিজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর দ্বিতীয় ম্যাচটি দোহার মাঠে গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজা এবং অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টদের মধ্যে খেলা হবে। ইন্ডিয়া মহারাজার অধিনায়ক গৌতম গম্ভীর, এশিয়া লায়ন্সের বিরুদ্ধে ইন্ডিয়া মহারাজার দলের হয়ে ব্যাটিংয়ে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। অন্য বড় নাম অবশ্যই হতাশ করেছে। এখন দলটিকে পরের ম্যাচ খেলতে হবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ওয়ার্ল্ড জায়ান্টস দলের বিরুদ্ধে। যেখানে দলে এক থেকে এক দুর্দান্ত অভিজ্ঞ খেলোয়াড়দের নাম দেখা যাবে।
Topics বন্ধ করুন
আপনার মতামত আমাদের জানানোর জন্য ধন্যবাদ।
আপনার সাহায্য নিয়েই আমরা আপনাকে আরও ভালো পরিষেবা দিতে চাই।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।