শুভব্রত মুখার্জি: কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকার ট্রফি। ২-১ ফলে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ফলে বর্ডার-গাভাসকার ট্রফি ধরে রাখতে সমর্থ হয়েছে তাঁরা। ১৭ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দেশের ওয়ানডে সিরিজ। মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে দুই দল। আর প্রথম ম্যাচেই এক নয়া নজির গড়ে ফেলেছে ভারতীয় দল। ওয়ানডে ক্রিকেটে সবথেকে কম ওভারে অস্ট্রেলিয়া দলকে অল আউট করার নজির গড়ে ফেলেছে তাঁরা।
এদিন ওয়াংখেড়ে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া দল। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ এদিন বল হাতে যেন আগুন ঝরান। তাদের দুরন্ত বোলিংয়ে ভর করেই ভারত অজিদের মাত্র ৩৫.৪ ওভারে অল আউট করে দেয়। মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় স্টিভ স্মিথরা। আর এর ফলেই নয়া নজির গড়েছে ভারতীয় দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম ওভারের মধ্যে অজিদের অল আউট করে দেওয়ার নজির গড়েছেন হার্দিক পান্ডিয়ারা। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন।
এদিন হার্দিক পান্ডিয়া টসে জিতে অজিদেরকে ব্যাটে পাঠান। ১৯.৩ ওভার পর্যন্ত বেশ ভালো জায়গায় ছিল স্মিথ বাহিনী। অনবদ্য ফর্মে ছিলেন মিচেল মার্শ। ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা খেলেন তিনি। স্টিভ স্মিথের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়েন মিচেল মার্শ। এরপরেই ম্যাচে কামব্যাক ঘটায় ভারতীয় দল। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্শ। তিনি ফিরে যেতেই অস্ট্রেলিয়া দলকে চেপে ধরে ভারতীয় বোলাররা। এরপরেই ১৯.৪ ওভারে ১২৯/২ থেকে ৩৫.৪ ওভারে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া দল। নিজের দ্বিতীয় স্পেলে আগুন ঝরান শামি। ওয়ানডে কেরিয়ারে অজিদের বিরুদ্ধে তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেরা স্পেল করেন তিনি। মাত্র ছয় ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নিয়ে নেন শামি। অন্যদিকে ভারতের ২২ গজে ভারতের বিরুদ্ধে অজিরা তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর করে। এর আগে আমদাবাদে তারা ১৪১ এবং ইন্দোরে তারা ১৮১ রানে অলআউট হয়েছিল।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।