Sports

PSL: আমাদের অধিনায়ক বাবরের জন্য জীবন দিতেও প্রস্তুত: শান মাসুদ

শুভব্রত মুখার্জি: পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর জাতীয় দলের সতীর্থদের সুসম্পর্ক সর্বজন বিদিত। সাম্প্রতিক সময়ে বাবরের অধিনায়কত্বে তাদের পারফরম্যান্সও যথেষ্ট ভালো। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে বাবরের সম্পর্ক কতটা ভালো তা কয়েকদিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাব খানের সুর যেন প্রতিফলিত হল দলের আরেক সতীর্থ বাঁহাতি ব্যাটার শান মাসুদের গলাতে। তিনি আরও একধাপ এগিয়ে জানিয়ে দিলেন দলের অধিনায়ক বাবর আজমের জন্য নিজের জীবনও তিনি দিতে প্রস্তুত।

পাকিস্তানের এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সি শান মাসুদ জানিয়েছেন, ‘আমরা আমাদের জীবন দিতে তখনও প্রস্তুত ছিলাম যখন সরফরাজ আহমেদ অধিনায়ক ছিল। আর এখন বাবর আজম আমাদের অধিনায়ক, আমি তাঁর জন্যও আমার জীবন দিতে প্রস্তুত। ও একজন অনবদ্য অধিনায়ক। দলের সমর্থন ওর সবসময়ে প্রয়োজন। আমাদের প্রত্যেকের লক্ষ্য জাতীয় দলের হয়ে সেরা খেলা।’

বর্তমানে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর আজম। অষ্টম সংস্করণে এই মুহূর্তে তারা চতুর্থ স্থানে রয়েছে। তারা তিনটি ম্যাচে জয় পেয়েছে। পাশাপাশি তিনটি ম্যাচেও হেরেছে তারা। ২০২২ সালে আইসিসির ওয়ানডে ক্রিকেটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ২৮ বছর বয়সি বাবর আজম। শান মাসুদ জানিয়েছেন সমালোচনা নিয়ে তারা খুব একটা ভাবতে রাজি নন। তিনি জানিয়েছেন, ‘আমরা সমালোচনার বিষয়ে মিডিয়াতে খুব পড়াশোনা করি। তবে বিষয়গুলো আমরা গায়ে মাখি না। আমাদের একমাত্র লক্ষ্য দেশের হয়ে খেলা। সমালোচনা তো চলতেই থাকবে। এসব গায়ে মাখলে চলবে না। সবাই তো আর আমাদের পক্ষে কথা বলবে না। এটাও মেনে নিতে হবে।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।