Sports

PSL-এ সব থেকে বেশি রানে হার ইসলামাবাদের, লজ্জার রেকর্ড থেকে

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ হারার লজ্জাজনক রেকর্ড গড়ল ইসলামাবাদ ইউনাইটেড। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্সের কাছে ১১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় ইসলামাবাদ।

টুর্নামেন্টের ইতিহাসে এত বড় রানে ম্যাচ হারার রেকর্ড আর কোনও দলের নেই। এই নিরিখে শাদব খানের ইসলামাবাদ হতাশাজনক নজির থেকে মুক্তি দেয় কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে। এতদিন টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি রানে ম্যাচ হারের নজির ছিল কোয়েট্টার নামে। তারা ২০২২ সালে মুলতান সুলতানসের কাছে ১১৭ রানে ম্যাচ হারে। সেই নিরিখে বলা যায় যে, পিএসএলে সব থেকে বেশি রানে ম্য়াচ জেতার রেকর্ড মুলতানের কাছ থেকে ছিনিয়ে নিল লাহোর কালান্দার্স।

উল্লেখ্য, চলতি মরশুমের প্রথম লেগের ম্যাচেও ইসলামাবাদকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় লাহোর কালান্দার্স। টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয়ের তালিকায় সেটি আপাতত যুগ্মভাবে তৃতীয় স্থানে চলে যায়।

⦾- NZ vs SL: সাউদির ৫ উইকেটে শ্রীলঙ্কাকে নাগালে বেঁধেও ঘরের মাঠে ব্যাকফুটে কিউয়িরা

পাকিস্তান সুপার লিগে সব থেকে বেশি রানে ম্যাচ জয়ের নজির:-
১. ইসলামাবাদ ইউনাইটেডকে ১১৯ রানে পরাজিত করে লাহোর কালান্দার্স (২০২৩)।

২. কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ১১৭ রানে হারিয়ে দেয় মুলতান সুলতানস (২০২২)।

৩. কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ১১০ রানে হারিয়ে দেয় মুলতান সুলতানস (২০২১)।

৪. ইসলামাবাদ ইউনাইটেডকে ১১০ রানে পরাজিত করে লাহোর কালান্দার্স (২০২৩)।

৫. লাহোর কালান্দার্সকে ৮০ রানে পরাজিত করে মুলতান সুলতানস (২০২১)।

লাহোর বনাম ইসলামাবাদ ম্যাচের গতিপ্রকৃতি:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে লাহোর। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২৬ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ফখর জামান দুর্দান্ত শতরান করেন। ৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১১৫ রান করে আউট হন ফখর। এছাড়া কামরান গুলাম ৪১, স্যাম বিলিংস ৩২ ও রশিদ খান অপরাজিত ১২ রানের যোগদান রাখেন। ইসলামাবাদের ফজলহক ফারুকি ৪০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

⦾- MI vs DC WPL 2023: দল হারলেও দুরন্ত ফিল্ডিংয়ে চমকে দিলেন জেমি, দাবি জানালেন সেরা ক্যাচের- ভিডিয়ো

জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ১৫.১ ওভারে মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, লাহোর ১১৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ইসলামাবাদের হয়ে রহমানউল্লাহ গুরবাজ ১৫, অ্যালেক্স হেলস ১৮, কলিন মুনরো ১১, শাদব খান ১২ ও হাসান আলি ১৮ রান করেন। রশিদ খান ৪ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন ফখর।

————– সমাপ্ত ————–

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।