১১ রানে আরসিবি-কে হারাল গুজরাট। Updated: 08 Mar 2023, 06:51 PM IST Tania Roy
এই নিয়ে উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগের শুরুতেই টানা তিনটি ম্যাচে হেরে বসে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হারের হ্যাটট্রিক করে তারা পয়েন্ট টেবলের তলানিতে গড়াগড়ি খাচ্ছে। গুজরাট জায়ান্টস বরং তিনটি ম্যাচ খেলে প্রথম জয় পেল। সেই সঙ্গে তারা পয়েন্টের খাতাও খুলল। পাঁচে জায়গা করে নিল তারা।
আরসিবি-র বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিয়েছিল গুজরাট। সোফিয়া ডাঙ্কলে এবং হার্লিন দেওলের লড়াইয়ের হাত ধরে গুজরাটের স্কোর ২০০ পার করে যায়। ঝড় তুলে সোফিয়া ১৮ বলে ৫০ করেন। তবে ২৮ বলে ৬৫ করে তিনি আউট হয়ে যান। আর ৪৫ বলে ৬৭ করে আউট হন হার্লিন। এর বাইরে অবশ্য ২০ রানের গণ্ডি কেউ টপকাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে গুজরাট করে ২০১ রান। ব্যাঙ্গালোরের শ্রেয়াঙ্কা পাটিল এবং হেদার নাইট ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মেগান শুট এবং রেনুকা সিং।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ব্যাঙ্গালোর। স্মৃতি মন্ধানা (১৪ বলে ১৮ রান) ব্যর্থ হলেও, সোফি ডিভাইন কিন্তু দুরন্ত ছন্দে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। তিনি ৪৫ বলে ৬৬ করেন। এ ছাড়া এলিস পেরির ২৫ বলে ৩২, হেদার নাইটের ঝোড়ো ১১ বলে অপরাজিত ৩০ এবং শ্রেয়াঙ্কা ৪ বলে অপরাজিত ১১ রান করলেও, কোনও লাভ হল না। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানেই শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ইনিংস। ১১ রানে আরসিবি ম্য়াচটি হেরে যায়। উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগের শুরুতেই হারের হ্যাটট্রিক করে বসল স্মৃতি মন্ধানার দল।
08 Mar 2023, 11:03:01 PM IST
১১ রানে জিতল গুজরাট
১১ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল গুজরাট। জিততে হলে আরসিবি-কে শেষ ওভারে ২৪ রান করতে হত। ব্যাঙ্গালোর ১ উইকেট হারিয়ে করে ১২ রান। অর্থাৎ নির্দিষ্ট ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৯০ করেছিল। নাইটের ঝোড়ো ১১ বলে অপরাজিত ৩০ এবং শ্রেয়াঙ্কার ৪ বলে অপরাজিত ১১ রানের ইনিংস কাজে এল না। উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগের শুরুতেই হারের হ্যাটট্রিক করে বসল স্মৃতি মন্ধানার দল।
08 Mar 2023, 10:57:33 PM IST
কনিকা আউট
১৯তম ওভারের প্রথম বলেই কনিকাকে ফেরালেন গার্ডনার। ৭ বলে ১০ করে সুষমার হাতে ক্যাচ দেব কনিকা। আরও চাপ বাড়ল ব্যাঙ্গালোরের। ১৯ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান আরসিবির। শেষ ওভারে চাই ২৪ রান।
08 Mar 2023, 10:46:38 PM IST
১৭তম ওভারে সোফি আউট হলেও ১৫০ পার আরসিবি-র
১৭তম ওভারে ১৫০ পার করে ফেললেও মারাত্মক চাপে ব্যাঙ্গালোর। তার মধ্যে এই ওভারের দ্বিতীয় বলে আউট হন সোফি। ৪৫ বলে ৬৬ করে সাদারল্যান্ডের বলে অ্যাশলের হাতে ক্যাচ দেন সোফি। তবে এই ওভারেই আসে মোট ২৩ রান। ১৭ ওভারে শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ করে ব্যাঙ্গালোর। ৭ বলে হেদার নাইট ২১ করে ফেলেছেন। কনিকা আহুজা সোফির পরিবর্তে নেমে সবে ১ বল খেলেছেন। এখনও রানের খাতা খোলেননি।
08 Mar 2023, 10:35:11 PM IST
ফের নিরাশ করলেন রিচা
টি-টোয়েন্টি বিশ্বকাপে রিচা যতটা ভালো ছন্দে ছিলেন, মহিলা প্রিমিয়ার লিগে ততটাই খারাপ খেলছেন তিনি। দলের প্রয়োজনেও উইকেটে টিকে বড় স্কোর করছেন না। এ দিন ১০ বলে ১০ করেই সাজঘরে ফিরলেন রিচা। ১৬ ওভার শেষে ৩ উইকেটে ১৩৫ রান ব্যাঙ্গালোরের। ৪৩ বলে ৬০ করে লড়াই চালাচ্ছেন সোফি। রিচার পরিবর্তে নামা হেদার নাইট ৪ বলে ৯ রান করেছেন।
08 Mar 2023, 10:23:50 PM IST
১০০ পার করল ব্যাঙ্গালোর
১৩তম ওভারে সোফি ৫০ করে ফেললেন। সেই সঙ্গে ব্যাঙ্গালোরও ১০০ পার করে গেলেন। ১৩ ওভার শেষে ২ উইকেটে ১০৬ রান আরসিবি-র। ৩৬ বলে ৫০ রান সোফির। ৩ বল খেললেও রানের খাতা খোলেননি রিচা।
08 Mar 2023, 10:20:59 PM IST
এলিস পেরি আউট
১১.৫ ওভারে এলিস পেরি ২৫ বলে ৩২ করে সাজঘরে ফিরলেন। মানসীর বলে হেমলতা ক্যাচ ধরেন। তাঁর বদলে ক্রিজে এলেন রিচা ঘোষ। ১২ ওভার শেষে ২ উইকেটে ৯৭ রান ব্যাঙ্গালোরের। ৩২ বলে ৪১ করেছেন সোফি। আর ১ বল খেললেও রানের খাতা খোলেননি রিচা।
08 Mar 2023, 10:10:29 PM IST
১০ ওভারে হল ৮১ রান
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮১ রান করল ব্যাঙ্গালোর। ২৮ বলে ৩৬ রান সোফির। ১৮ বলে ২২ রান এলিস পেরির।
08 Mar 2023, 09:50:17 PM IST
ফের ব্যর্থ স্মৃতি
যেখানে সোফি শুরুটা দুরন্ত করে দিয়েছিলেন, সেখানে স্মৃতির উইকেটে টিকে তাঁকে সঙ্গত করা উচিত ছিল। কিন্তু তৃতীয় ম্যাচেও ফের ব্যর্থ হন স্মৃতি। ১৪ বলে ১৮ করে তিনি সাজঘরে ফেরেন। ৫.২ ওভারে অ্যাশলের বলে ক্যাচ ধরেন মানসী। এলিস পেরি নেমেছেন তাঁর পরিবর্তে। ৬ ওভার শেষে ১ উইকেটে ৫৯ রান আরসিবির। ১৯ বলে ৩১ করেছেন সোফি। ৩ বলে ৫ রান পেরির।
08 Mar 2023, 09:46:15 PM IST
৫ ওভারে ৫০ পার ব্যাঙ্গালোরের
শুরু থেকেই আগুনে মেজাজে আরসিবি-র দুই ওপেনার। ৫ ওভারেই ৫০ পার করে গেল ব্যাঙ্গালোর। ৫ ওভার শেষে ব্যাঙ্গালোরের রান কোনও উইকেট না হারিয়ে ৫৪। ১২ ওভারে ১৮ করেছেন স্মৃতি। সোফি ১৮ বলে ৩১ করে ফেলেছেন।
08 Mar 2023, 09:44:41 PM IST
ব্যাঙ্গালোরের রান তাড়া করা শুরু
গুজরাট বড় রানের লক্ষ্য ঝুলিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরের সামনে। সেই লক্ষ্য পূরণ করতে রান তাড়া শুরু আরসিবি-র। ওপেন করতে নেমেছেন অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং সোফি ডিভাইন।
08 Mar 2023, 09:15:01 PM IST
২০১ করল গুজরাট
সুষমা বর্মা ১৯.৫ ওভারে শ্রেয়াঙ্কাকে চার মেরে ২০০ রানে দলের স্কোর পৌঁছে দেন। শেষ বলে হয় ১ রান। গুজরাট নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২০১ রান।
08 Mar 2023, 09:10:59 PM IST
হার্লিন আউট
৪৫ বলে ৬৭ করে সাজঘরে ফিরলেন হার্লিন দেওল। তিনি শেষ পর্যন্ত ক্রিজে থাকলে হয়তো গুজরাটের রান আরও বাড়ত। শ্রেয়াঙ্কা বোল্ড করেন হার্লিনকে।
08 Mar 2023, 09:09:28 PM IST
১৯তম ওভারে পড়ল জোড়া উইকেট
১৯তম ওভারের প্রথম বলেই রেনুকা সিং ফেরান সাদারল্যান্ডকে। ৮ বলে ১৪ করে তিনি হেদার নাইটের হাতে ক্যাচ দেন। শেষ বলে সাদারল্যান্ডের পরিবর্তে নামা স্টপ গ্যাপ অধিনায়ক স্নেহ রানা রানআউট হন। ৩ বলে ২ রান করেন তিনি। ১৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯২ করে গুজরাট। হার্লিন ৪৩ বলে ৬৬ করে লড়াই চালাচ্ছেন।
08 Mar 2023, 08:59:37 PM IST
ঝোড়ো মেজাজে হার্লিনের ৫০ পার
১৭তম ওভারের শুরুতেই চার হাঁকিয়ে ৫০ পার করলেন হার্লিন। ৩৫ বলে তিনি ৫০ পার করে গেলেন। তার পরের দুই বলেও আরও ২টি চার হাঁকান তিনি। সাদারল্যান্ড শেষ বলে আবার ছক্কা হাঁকান। এই ওভারে হয় মোট ২০ রান। ১৭তম ওভার শেষে গুজরাটের স্কোর ৪ উইকেটে ১৮১ রান। ৩৮ বলে ৬২ করে ফেলেছেন হার্লিন। ৪ বলে ৯ রান সাদারল্যান্ডের।
08 Mar 2023, 08:53:29 PM IST
হেমলতা আউট
১৫.৩ ওভারে হেমলতা হেদার নাইটের বলে রেনুকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন। ৭ বলে ১৬ করে আউট হলেন তিনি। ১৬ ওভার শেষে ৪ উইকেটে ১৬১ রান গুজরাটের। ৩৪ বলে ৪৯ করে ফেলেছেন হার্লিন। হেমবতার পরিবর্তে নেমে সাদারল্যান্ডের ২ বলে ৩ রান।
08 Mar 2023, 08:42:46 PM IST
অ্যাশলে গার্ডনার আউট
তৃতীয় উইকেট পড়ল গুজরাটের। আউট হলেন অ্যাশলে গার্ডনার। ১৫ বলে ১৯ করে সাজঘরে ফেরেন গার্ডনার। ১৩.৫ ওভারে হেদার নাইটের বলে রিচা ক্যাচ ধরেন। ১৪ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। ৩০ বলে ৪২ করে ফেলেছেন হার্লিন। গার্ডনারের পরিবর্তে নামা হেমলতার সংগ্রহ ১ বল খেলে ১ রান।
08 Mar 2023, 08:34:03 PM IST
১০০ পার করল গুজরাট
হার্লিন দেওল এবং অ্যাশলে গার্ডনার মিলে গুজরাটকে ১১ ওভারে ১০০ পার করিয়ে দিল। ওভার শেষে ২ উইকেটে ১০৭ রান গুজরাটের। ৭ বলে ১০ রান গার্ডনারের। ২১ বলে ২৩ করেছেন হার্লিন।
08 Mar 2023, 08:21:27 PM IST
আউট সোফিয়া
শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সোফিয়া। ৭.৬ ওভারে ২৮ বলে ৬৫ রান করে তিনি আউট হলেন। শ্রেয়াঙ্কার বলে ক্যাচ দিলেন হেদার নাইটকে। ৮ ওভার শেষে ২ উইকেটে ৮২ রান গুজরাটের। সোফিয়াই গুজরাটকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন। এই ধারাটা বজায় রেখে গুজরাট বড় স্কোর করতে পারে কিনা, সেটাই দেখার। ৯ বলে ৯ করে ক্রিজে রয়েছেন হার্লিন। সোফিয়ার পরিবর্তে ক্রিজে নেমেছেন অ্যাশলে গার্ডনার।
08 Mar 2023, 08:07:12 PM IST
পাওয়ার প্লে-তে গুজরাটের সংগ্রহ ৬৪/১
বিধ্বংসী মেজাজে সোফিয়া ডাঙ্কলে। ২২ বলে তাঁর ৫৪ রানের উপর নির্ভর করে পাওয়ার প্লে-তে গুজরাট করল ১ উইকেটে ৬৪ রান। ৩ বলে ২ রান করে ক্রিজে রয়েছেন হার্লিন।
08 Mar 2023, 08:02:41 PM IST
১৮ বলে সোফিয়ার ৫০ পূরণ
শুরু থেকেই মারকুটে মেজাজে রয়েছেন সোফিয়া ডাঙ্কলে। পঞ্চম ওভারে প্রথম বলে ১ রান নিয়ে সোফিয়াকে স্ট্রাইক দেন হার্লিন। তাঁর পরের পাঁচটি বলে সোফিয়া প্রীতিকে পিটিয়ে ছাতু করেন। ৪-৬-৪-৪-৪- শেষ পাঁচ বলে করেন ২২ রান। সেই সঙ্গে তিনি ১৮ বলে ৫০ করে ফেললেন। মহিলা প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি। মোট ২৩ রান হয় এই ওভারে। ৫ ওভার শেষে ১ উইকেটে ৫৯ রান গুজরাটের। ১ বলে খেলে ১ রান করেছেন হার্লিন।
08 Mar 2023, 07:49:34 PM IST
শুরুতেই ধাক্কা খেল গুজরাট
তৃতীয় ওভারের শেষ বলেই বড় ধাক্কা খেল গুজরাট। মেগানের বলে মেঘনা আউট হন। ১১ বলে ৮ রান করে রিচার হাতে ক্যাচ দেন তিনি। তিন ওভার শেষে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। সোফিয়া ডাঙ্কলে ৭ বলে ১৪ করে ক্রিজে রয়েছেন। মেঘনার পরিবর্তে নেমেছেন হার্লিন দেওল।
08 Mar 2023, 07:36:46 PM IST
খেলা শুরু
খেলা শুরু হয়ে গিয়েছে। মেঘনা এবং সোফিয়া ডাঙ্কলে ওপেন করেছেন। দেখার আজ গুজরাট কী করে?
08 Mar 2023, 07:20:06 PM IST
গুজরাট টিম অপরিবর্তিত
গুজরাট টিমে কোনও পরিবর্তন করা হয়নি। ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে যে টিম খেলেছিল, সেই টিমই ধরে রাখা হয়েছে। অর্থাৎ এই ম্যাচেও বেথ মুনি খেলতে পারছেন না।
গুজরাটের একাদশ: এস মেঘনা, সোফিয়া ডাঙ্কলে, হার্লিন দেওল, অ্যানাবেল সাদারল্যান্ড, সুষমা বর্মা (উইকেটরক্ষক), অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, স্নেহ রানা (অধিনায়ক), কিম গার্থ, মানসী জোশি, তনুজা কানওয়ার
08 Mar 2023, 07:16:52 PM IST
আরসিবি দলে একটি পরিবর্তন
আরসিবি দলে একটি পরিবর্তন করেছে। ব্যাটার দিশা কাসাটের পরিবর্তে পুনম খেমনারের মতো লেগস্পিনারকে একাদশে যুক্ত করেছে তারা। অর্থাৎ একজন ব্যাটারকে কমিয়ে স্পিনার বাড়িয়েছে। এই পিচে আসলে স্পিনাররা কিছুটা সুবিধে পেতে পারে।
আরসিবি-র একাদশ: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পুনম খেমনার, কনিকা আহুজা, শ্রেয়াঙ্কা পাটিল, মেগান শুট, রেণুকা ঠাকুর সিং, প্রীতি বসু।
08 Mar 2023, 07:13:25 PM IST
টস জিতে ব্যাটিং গুজরাটের
আগের দুই ম্যাচেই হেরেছে গুজরাট এবং ব্যাঙ্গালোর। তাই আজ ব্র্যাবোর্নে জিততে মরিয়া দুই দলই। তবে টস জিতল গুজরাট। তারা প্রথমে ব্যাটিং নিয়েছে।
08 Mar 2023, 06:51:05 PM IST
পিচ রিপোর্ট
মেয়েদের আইপিএলের সবকটি মাঠের পিচই ব্যাটিং সহায়ক করা হয়েছে। তার মধ্যে বাউন্ডারি ছোট হওয়ার রানও উঠছে অনেক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট জায়ান্টসের ম্যাচ হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। এখানেও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে স্পিনাররা কিছুটা সাহায্য পেতে পারে। শিশির সমস্যা থাকলেও টস জিতে বেশির ভাগ ম্যাচে প্রথমে বড় স্কোর করে সাফল্য পেয়েছে দলগুলি।
08 Mar 2023, 06:51:05 PM IST
জোড়া হার দিয়ে পথ চলা শুরু করেছে গুজরাটও
একই হাল গুজরাট জায়ান্টসেরও। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারেনি বেথ মুনির দল। দ্বিতীয় ম্যাচে ইউপির বিরুদ্ধে জেতা খেলা বোলিং ব্যর্থতার জেরে হাত ছাড়া করেছে গুজরাট। তার মধ্যে চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলেননি বেথ মুনি। আজ আরসিবির বিরুদ্ধে খেলবেন কিনা, সে বিষয়েও কোনও আপডেট আপাতত নেই। তৃতীয় ম্যাচেও হয়তো স্নেহ রানাকে দেখা যেতে পারে অধিনায়কের ভূমিকায়। ব্যাটিং-বোলিং বিভাগের যাবতীয় দুর্বলতা কাটিয়ে তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর গুজরাটও।
08 Mar 2023, 06:51:05 PM IST
হারের হ্যাটট্রিক হারাতে চাইবে আরসিবি
তারকা খোচিত দল গড়েও মহিলা প্রিমিয়ার লিগে পরপর দু’টি ম্যাচ হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এ যেন অনেকটা পুরুষদের আরসিবি দলেরই ছায়া দেখা যাচ্ছে মেয়েদের দলেও। ইতিমধ্যেই বিরাট কোহলির লেগ্যাসি বহন করছেন স্মৃতি মন্ধনা, সেই কথাও উঠতে শুরু করেছে। এ হেন পরিস্থিতিতে বুধবার প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে ডব্লুউপিএল ২০২৩-এ আরসিবির সামনে প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এই ম্যাচে ঘুড়ে দাঁড়াতে না পারলে প্লে অফের লড়াই অনেকটাই কঠিন হয়ে যাবে স্মৃতি মন্ধনা, এলিস পেরিদের কাছে। অভিষেক মহিলা প্রিমিয়ার লিগের শুরুতেই হারের হ্যাটট্রিক করে লজ্জার নজির গড়বে তারা। সেই লজ্জার নজির নিঃসন্দেহে আজ এড়াতে চাইবেন আরসিবি-র মেয়েরা।
Topics বন্ধ করুন
আপনার মতামত আমাদের জানানোর জন্য ধন্যবাদ।
আপনার সাহায্য নিয়েই আমরা আপনাকে আরও ভালো পরিষেবা দিতে চাই।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।