
মুম্বইয়ের খার এলাকার একটি স্ত্রী -রোগ বিশেষজ্ঞের ক্লিনিকের সামনে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশাকে। আর পাঁচদিনের মতোই পাপারাৎজির লেন্সবন্দি হন তারকা দম্পতি। স্ত্রী রোগ বিশেষজ্ঞের ক্লিনিকের সামনে তাঁদের ছবি নেটপাড়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বরুণ-নাতাশা হয়ত বাবা-মা হতে চলেছেন। এবার এধরনের খবরে মুখ খুললেন বরুণ ঘনিষ্ঠ…