
তাঁর গালের টোল ঝড় তোলে লাখো পুরুষ হৃদয়ে। বলিউডের জেন ওয়াই অভিনেত্রীদের অন্যতম এই দীর্ঘাঙ্গী। তার উচ্চতা দেখে কমপ্লেক্সে ভোগেন হিরোরাও। কথা হচ্ছে বলি সুন্দরী কৃতি শ্যাননের। টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ ছবির সঙ্গে রুপোলি সফর শুরু হয় কৃতীর। এরপর একাধিক হিট ছবির অংশ থেকেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক…