
পাঁচদিন আগেই তুমুল বকেছিলেন। কড়া ভাষায় বলেছিলেন যে এভাবে নো-বল করে যেতে থাকলে নয়া অধিনায়কের আওতায় খেলতে হবে তুষার দেশপাণ্ডেদের। মহেন্দ্র সিং ধোনির থেকে সেই বকুনি খাওয়ার পরেই ঘুরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটিও নো-বল করেননি। দুর্দান্ত একটি বলে রোহিত শর্মাকে আউট করেছেন। সেজন্য তুষারের ভূয়সী প্রশংসা করলেন ধোনি। শনিবার…