
আন্তর্জাতিক ফ্যাশান শোয়ে র্যাম্পে হাঁটছেন ছোট্ট যিশু কন্যা সারা। তাঁর ছবির ‘উমা’কে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যিশু নন, সজিতই জানিয়েছেন, ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে সারা সেনগুপ্তের আন্তর্জাতিক ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটার কথা। উচ্ছ্বাস ধরা পড়েছেন তাঁর ফেসবুকের দেওয়ালে। সৃজিত ইংরাজিতে যা লিখেছেন, তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘আমার ছোট্ট উমা সারা…