
হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়েন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর গাড়ির বোনেট দুমড়ে-মুচড়ে যায়। আচমকাই সামনে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ায় এই দুর্ঘটনা হয়। একে সাধারণ দুর্ঘটনা বলতে রাজি নন নৌশাদ। বিধায়কের যুক্তি, দেড়শো মিটারের মধ্যে সিগনাল না থাকা সত্বেও যে ভাবে গাড়িটি অচমকা দাঁড়িয়ে পড়েছিল, তা রহস্যময়। ঘটনার পর আতঙ্কিত বিধায়ক বলেন,’আমি যে টার্গেট…