
⦾ অতিরিক্ত নেশায় অসুস্থ হয়ে পড়েছে মানুষ, এমনকি চিকিৎসাও করাতে হয়েছে, এমন তো আকছার ঘটে। কিন্তু তাই বলে নেশাসক্ত কুকুর? কুকুরও কি বাড়ির অবাধ্য ছেলের মতো সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে মদ খেতে বসে যাচ্ছে? হ্যাঁ, তা ঘটনা প্রায় তাই। বর্ণনায় কিছুটা অতিরঞ্জন করলেও মোটামুটি নির্জলা সত্যটা এই যে, বেশি মদ খেয়ে ফেলে মাতাল হয়ে রীতিমতো অসুস্থ…