
ভারতে এসে রীতিমত বম্ব ফাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন তাঁর বলিউড ছাড়ার কারণ, জানালেন কীভাবে তাঁকে এখানে কোণঠাসা করা হয়েছিল সেই কথা। সেই নিয়েই রীতিমত সরগরম হয়ে আছে বলি পাড়া। এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন অপূর্ব আসরানি। এই জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক বলেন যে সুশান্তকেও একই ভাবে বলিউডে কোণঠাসা করা হয়েছিল। অপূর্ব সম্প্রতি…