
ভারতকে অস্কার এনে দিয়েছে দক্ষিণী সিনেমা আরআরআর। আপাতত এই নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার নাটু নাটু গানটি। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে লাইভ পারফরমেন্সও হয় নাটু নাটু-র। যার ঘোষণা করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্বয়ং। তবে অনেকের মনেই প্রশ্ন সেদিন অস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কেন স্টেজে উঠে নাচেননি জুনিয়র এনটিআর…