
⦾ আধার কার্ড লিংক করাতে গিয়েই ঘটল বিপত্তি। মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। জানা গিয়েছে, অভিযুক্তের নাম জিত্রাই সামন্ত। পেশায় তিনি বিড়ি শ্রমিক। অভিযোগ, আধার কার্ডের নম্বরটি ব্য়বহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল জিত্রাই! এরপর যখন বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে, তখন টাকা ফেরত…