
নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে টলিউডের। প্রথমে কুন্তল ঘোষ, তারপর অয়ন শীল। দেখা গিয়েছে প্রচুর টাকা বিনিয়োগ হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কুন্তলের কাছ থেকে টাকা নেওয়ায় শুধু ইডি নয়, জনতার রোষে পড়তে হয়েছে বনি সেনগুপ্তকে। নাম উঠেছে প্রিযাঙ্কা সরকার, এনা সাহাদের মতো নায়িকার। সঙ্গে আরও একটা নাম বারাবার উঠে এসেছে কুন্তল প্রসঙ্গে, আর তা হল ‘মন্টু…