
রবিবার রিঙ্কু সিং অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL 2023-এ আমদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিজয়রথ থামিয়ে দিয়েছে। রশিদ খানদের বিরুদ্ধে একটি অকল্পনীয় জয় পেয়েছে। রশিদ খান হ্যাটট্রিক রেকর্ড করার পরে প্রায় সকলেই ভেবেছিলেন যে ম্যাচ আর নাইটদের হাতে নেই। কিন্তু কলকাতার রিঙ্কু যেন অন্য কিছু ভেবেছিলেন, যশ দয়ালের ওভারে পরপর পাঁচটি…