
গত বছর সারগেসির মাধ্যমে মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস। নিকিয়াঙ্কা তাঁদের একমাত্র মেয়ের নাম রেখেছেন মালতী মেরি চাপড়া জোনাস। সম্প্রতি NMACC ইভেন্টে যোগ দিতে মেয়ে মেলতীকে নিয়েই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে রয়েছেন নিকও। মালতীকে (Malti Marie Chopra Jonas) দেখতে পুরো বাবা নিকের (Nick Jonas) মতো। গায়ের রং খুদের ধবধবে সাদা। তবে প্রিয়াঙ্কা…