
সৌমেন ভট্টাচার্য: মানসিক অবসাদের জের? মাকে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে! অভিযুক্ত এখন পুলিসের হেফাজতে। ঘটনাটি ঘটেছে নারায়ণপুর থানার পূর্বাচল এলাকায়। পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম সোমনাথ সাঁতরা। পূর্বাচল ২১ নম্বর লেনে মায়ের সঙ্গেই থাকত সে। মায়ের নাম লক্ষ্মী সাঁতরা। কোনও কাজকর্ম করত না সোমনাথ। ফলে পরিবারে আর্থিক অনটন তো ছিলই, ওই…