
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিয়ের মণ্ডপেই গুলি ছুড়ল কনে। বরের উপস্থিতিতেই গুলি ছোড়ে কনে। ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিস সেই বন্দুকধারী কনের খোঁজ করছে। জানা গিয়েছে, জয়মাল্য অনুষ্ঠান বা মালাবদলের পরই ঘটনাটি ঘটে। যুগল মালাবদলের পর যখন আত্মীয়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সময়, তখনই এ কাণ্ড ঘটান কনে। উত্তরপ্রদেশের হাথরসের…