
বিক্রম দাস ও বরুণ সেনগুপ্ত: রক্ষকই ভক্ষকই! প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার করা হল কলকাতা পুলিসের এসিপি পদমর্যাদার এক আধিকারিক! ধৃতকে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, ধৃতের নাম সোমনাথ ভট্টাচার্য। কলকাতা পুলিসের অষ্টম ব্যাটালিয়নের এসিপি পদে কর্মরত তিনি। অভিযোগ, বারের লাইন্সেস করে দেওয়ার নামে নাকি টাকা তুলেছেন ওই পুলিস আধকারিক! প্রতারণার শিকার হয়েছেন…