
সূর্য যখন মধ্যগগনে আগুন ঝরাচ্ছে তখন ফের একবার শালীনতার মাত্রা ছাড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সোনামুখিতে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় থানার আইসিকে তুই – তোকারি করেন তিনি। আইসিকে হুমকি দিয়ে বলেন, ‘আইসি তোর বাড়িতে মা – বোন নেই?’ এদিন সৌমিত্রবাবুকে বলতে শোনা যায়, ‘আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি…