
আজ দোল! বাহারি রং আর আবির মেখে প্রিয়জনদের সঙ্গে হুল্লোড় করার দিন। বাদ নিয়ে রুপোলি দুনিয়ার মানুষজনেরাও। টলিপাড়ায় এদিন শ্যুটিং-এর ঝাঁপ বন্ধ, প্রেম আর বন্ধুত্বের রঙে মেতে উঠেছেন আপনার প্রিয় তারকারা। সকাল থেকেই টলিগঞ্জের তারকারা মেতে উঠেছেন রংবাজিতে। এদিন স্বামী রাজ চক্রবর্তী আর ছেলে ইউভানকে নিয়ে দোল খেললেন শুভশ্রী। একদম ঘরোয়া, ছিমছাম দোলের উদযাপন। আবিরের…